
বয়সভিত্তিক এ্যাথলেটিক্স প্রতিযোগিতার একটি দৃশ্য
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় কিশোরগঞ্জ জেলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে বয়সভিত্তিক এ্যাথলেটিক্স প্রতিযোগিতায়। আজ শনিবার (২৬ এপ্রিল) এই প্রতিযোগিতার উদ্বোধন করেছেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক ফৌজিয়া খান। বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার হাছান চৌধুরী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত।
কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অনুর্ধ-১৬ বালক ও বালিকাদের চারটি ক্যাটাগরিতে মোট ১৬টি ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন উপজেলার ১০০ খেলোয়াড় অংশ নিয়েছে এই প্রতিযোগিতায়।
এই প্রতিযোগিতা থেকে প্রতিভাবান ৪০ খেলোয়াড় বাছাই করা হয়েছে। বাছাইকৃত এই খেলোয়াড়দের নিয়ে মাসব্যাপী প্রশিক্ষণের আয়োজনের কথা জানিয়েছেন কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসার আল-আমিন।
রুমেল খান /রাজু