ঢাকা, বাংলাদেশ   রোববার ২৭ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

জিমিকে বাদ দেয়ার খেসারত

এশিয়া কাপেও নেই বাংলাদেশ, দায়ী বাহফে!

প্রকাশিত: ২২:০০, ২৬ এপ্রিল ২০২৫

এশিয়া কাপেও নেই বাংলাদেশ, দায়ী বাহফে!

ইন্দোনেশিয়ায় এএইচএফ কাপে বাংলাদেশ দল। ইনসেটে জিমি। (ছবি : এশিয়ান হকি ফেডারেশন ও জিমির ফেসবুক)

প্রথমবারের মতো এশিয়া কাপ হকিতে খেলতে পারবে না বাংলাদেশ। এশিয়ান কাপ হকির বাছাইয়ের টুর্নামেন্ট এএইচএফ কাপে (ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত) ফাইনালে উঠতে ব্যর্থ হওয়ায় এশিয়ান হকির সর্বোচ্চ আসরে খেলা হচ্ছে না বাংলাদেশের। এশিয়া কাপ হকিতে বাংলাদেশের নাম না থাকায় সমালোচনার ঝড় উঠেছে হকি অঙ্গনে।

এই ফলের জন্য হকিপ্রেমীরা দায়ী করেছে বাংলাদেশন হকি ফেডারেশন (বাহফে) কে। কেননা রাসেল মাহমুদ জিমির মতো অভিজ্ঞ ও ফিট খেলোয়াড়কে ট্রায়ালেই ডাকা হয়নি! না ডাকার পেছনে অদ্ভুত যুক্তি ছিল, ৩২ বছরের বেশি খেলোয়াড়দের বিবেচনা করা হচ্ছে না (জিমির বয়স ৩৭)। পারফরম্যান্স ও ফিটনেস দিয়ে জাতীয় দলে খেলবেন খেলোয়াড়েরা। এ নিয়ে গণমাধ্যম ও হকি অঙ্গনে অনেক সমালোচনা হয়েছিল৷ জাতীয় ক্রীড়া পরিষদ থেকে হকি ফেডারেশনের দৃষ্টি আকর্ষণ করলেও গুরুত্ব দেয়নি হকি ফেডারেশন। করেছে থোড়াই কেয়ার! আর এরই মাসুল জাতীয় দল দিয়েছে এএইচএফ কাপের সেমিফাইনালে ওমানের কাছে হেরে। অথচ এই আসরে টানা চারবারের চ্যাম্পিয়ন ছিল বাংলাদেশ!
 

 

রুমেল খান /রাজু

×