
নবগঠিত বিএসজেএ কমিটি
বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এ্যাসোসিয়েশনের (বিএসজেএ) ২০তম দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন শুক্রবার (১৮ এপ্রিল) সংগঠনটির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। দ্বি-বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন এটিএম সাইদুজ্জামান।
সভা শেষে ২০২৫-২৬ সালের নির্বাচিত নতুন কার্যনির্বাহী পরিষদ ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও বিএসজেএ’র সিনিয়র সদস্য শফিকুল করিম সাবু।
কার্যনির্বাহী পরিষদের ১৩ পদেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সভাপতি আরিফুর রহমান বাবু (জাগোনিউজ২৪ ডট কম), সহ-সভাপতি রায়হান আল মুঘনি (বাংলাদেশ টেলিভিশন), বর্ষণ কবির (এনটিভি) ও আরিফুল ইসলাম রনি (বিডি নিউজ ২৪ ডট কম)। সাধারণ সম্পাদক এসএম সুমন (বৈশাখী টেলিভিশন), যুগ্ম সম্পাদক আরাফাত জোবায়ের (ঢাকা পোস্ট), অর্থ সম্পাদক মিনহাজ উদ্দিন খান (ঢাকা ট্রিবিউন)।
নির্বাহী সদস্যের ৬ পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে মাজহার উদ্দিন অমি (ফ্রিল্যান্সার), জ্যোতির্ময় মণ্ডল (দৈনিক যুগান্তর), রবিউল ইসলাম (বাংলা ট্রিবিউন), ইয়াসিন হাসান রাব্বী (রাইজিং বিডি), আতিফ আজম (দ্য ডেইল সান) ও মাঝহারুল ইসলাম মিথুন (ইন্ডিপেন্ডেন্ট টিভি)।
রুমেল খান /রাজু