ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

নারী স্কোয়াশ লিগ শুরু 

প্রকাশিত: ২১:১২, ১৮ এপ্রিল ২০২৫

নারী স্কোয়াশ লিগ শুরু 

এবারের নারী স্কোয়াশ লিগে অংশ নিচ্ছেন ৩০ খেলোয়াড়

শুক্রবার (১৮ এপ্রিল) থেকে ঢাকা সেনানিবাসের অফিসার ক্লাবের স্কোয়াশ কমপ্লেক্সে শুরু হয়েছে নববর্ষ নারী স্কোয়াশ লিগ। নয়টি ক্লাব/প্রতিষ্ঠানের ৩০ খেলোয়াড় উন্মুক্ত, এলিট, প্লেট উন্মুক্ত এবং প্লেট এলিট এই চার গুপে অংশ নিয়েছেন। ক্লাবগুলো হলো- সেনাবাহিনী, এইউবি, বিএএফ শাহীন স্কুল, ভাষানটেক স্কুল, কালশী স্কুল, কালাচাঁদপুর স্কুল, কুমিল্লা রেসিডিয়েনসিয়াল স্কুল, মিরপুর আইডিয়াল স্কুল ও পোস্তগোলা রিয়ারভিউ স্কুল। 

স্কোয়াশ ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল জিএম কামরুল ইসলাম, এসপিপি (অব) প্রতিযোগিতার উদ্বোদন করেন। নক আউট পদ্ধতিতে অনুষ্ঠিত খেলার চারটি ফাইনাল খেলা কাল শনিবার বিকাল ৩টায় শুরু হবে। বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুনীরুল ইসলাম, এসজিপি, এসউপি, পিএসসি, পিএইচডি সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করবেন।

রুমেল /রাজু

×