
মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে ব্র্যাক ব্যাংক মহিলা ডেভেলপমেন্ট কাপ হকি ম্যাচের একটি দৃশ্য
ব্র্যাক ব্যাংক মহিলা ডেভলপমেন্ট কাপ হকির দুটি খেলা বুধবার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় ঝিনাইদহ জেলা ৩-২ গোলে কিশোরগঞ্জ জেলাকে এবং দ্বিতীয় খেলায় বিকেএসপি ১৬-০ গোলে কুমিল্লা জেলাকে হারায় পরাজিত করে।
বিকেএসপি-কুমিল্লা ম্যাচে জয়ী দলের দুই খেলোয়াড় হ্যাটট্রিক করেন। তারা হলেন তাসফিহা জান্নাত তিশা এবং নাদিরা তালকুদার ইমা। তাসফিহা ৪টি ও নাদিরা ৩টি করে গোল করেন। ম্যাচের প্রায় শুরু থেকেই অন্তিম পর্যন্ত বলতে গেলে একতরফা খেলেছে বিকেএসপি। ৪ মিনিটেই গোলের ‘হালখাতা’ খোলে তারা। নাদিরা ফিল্ড গোল করলে এগিয়ে যায় বিকেএসপি (১-০)। ৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে দলটি।
এবার ফিল্ড গোল করেন তাসফিহা (২-০)। ১০ মিনিটে বিকেএসপির ১০ নম্বর জার্সিধারী-অধিনায়ক অর্পিতা পাল ফিল্ড গোল করলে স্কোরলাইন দাঁড়ায় ৩-০। পরের মিনিটেই তাসফিহা আবারও ফিল্ড গোল করেন (৪-০)। ১৩ মিনিটে নাদিরার ফিল্ড গোলে স্কোরলাইন হয় ৫-০। এরপর ৭ মিনিট পর্যন্ত একটু যেন ক্ষান্ত দেয় বিকেএসপি! এতে যেন কিঞ্চিৎ স্বস্তির নিশ্বাস ছাড়ে কুমিল্লা দল।
কিন্তু ২০ মিনিট থেকে আবারও গোলের তা-বলীলা শুরু করে বিকেএসপি। পেনাল্টি কর্নার থেকে কনা আক্তার গোল করেন (৬-০)। ২১ মিনিটে তাসফিহা ফিল্ড করে নিজের হ্যাটট্রিক পূরণ করেন (৭-০)। এর ৩ মিনিট পর আবার তাসফিহার ফিল্ড গোল (৮-০)।
২৬ মিনিটে ফাতেমা তুজ জোহরার ফিল্ড গোলে স্কোর হয় ৯-০। এরপর কিছুক্ষণের গোল বিরতি। তারপর ৩৬ মিনিটে আবারও গোলবন্যা শুরু হয় বিকেএসপির। এবারের গোলদাতা আইরিন আক্তার রিয়া (১০-০)। ৩৮ মিনিটে সুমাইয়া আক্তার সুমি ফিল্ড গোল করেন (১১-০)। ৪২ মিনিটে নাদিরা ফিল্ড গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন (১২-০)।
৪৪ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করেন সানজিদা আক্তার মনি (১৩-০)। ৪৮ মিনিটে তন্বী খাতুনের ফিল্ড গোলে স্কোর হয় ১৪-০। ৫৪ মিনিটে নীলাদ্রী বড়ুয়া নীল পেনাল্টি কর্নার থেকে গোল করেন (১৫-০)। ৫৬ মিনিটে আইরিন আক্তার রিয়া শেষ ফিল্ড গোলটি করে কুমিল্লার হারের কফিনে সর্বশেষ পেরেকটি ঠুকে দেন (১৬-০)। বড় জয়ের চিতুতসুখ নিয়ে বিকেএসপি এবং বড় হারের লজ্জা নিয়ে টার্ফ ছাড়ে কুমিল্লা দল।
ঝিনাইদহ-কিশোরগঞ্জ ম্যাচটি যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়। হারলেও ম্যাচের প্রথম গোলটি করে কিশোরগঞ্জই। ম্যাচের তখন ১৩ মিনিট। জেলি আক্তার ফিল্ড গোল করেন (১-০)। ১৯ মিনিটে সমতায় ফেরে ঝিনাইদহ। রিভা খাতুন ফিল্ড গোল করেন (১-১)। ৩১ মিনিটে এবার ঝিনাইদহ লিড নেয়।
ষষ্ঠী রায় ফিল্ড গোল করেন (২-১)। ৩৯ মিনিটে রানী খাতুন ফিল্ড গোল করলে স্কোরলাইন ৩-১ করে ফেলে ঝিনাইদহ। ৪৭ মিনিটে কিশোরগঞ্জের ঋতু আক্তার পেনাল্টি কর্নার থেকে গোল করলে ব্যবধান কমে আসে (২-৩)। কিন্তু ম্যাচের বাকি সময়ে তারা আর কোন গোল না করায় আর হার এড়াতে পারেনি।
দেশে নারী হকির প্রসারের লক্ষ্যে বাংলাদেশ হকি ফেডারেশনের উদ্যোগ এবং ব্র্যাক ব্যাংকের পৃষ্ঠপোষকতায় এবার শুরু হয়েছে ‘ব্র্যাক ব্যাংক উইমেনস ডেভেলপমেন্ট কাপ হকি ২০২৫’ টুর্নামেন্ট।