
এশিয়ান মাস্টার্স ভারোত্তোলন কমিটির সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন বাংলাদেশের সাবেক ভারোত্তোলক ও জাতীয় ক্রীড়া পরিষদের কোচ শাহরিয়া সুলতানা সূচি। কমিটির চেয়ারম্যান ইরানের সাবেক ভারত্তোলক কাবিরি। অলিম্পিকে তার পদক রয়েছে।
শনিবার (৮ মার্চ) ঢাকার পল্টনের শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির ইফতার মাহফিল। সেখানে আমন্ত্রিত অতিথি হয়ে এসেছিলেন সূচি। সেখানে তিনি দৈনিক জনকণ্ঠের প্রতিবেদকের কাছে এশিয়ার ভারোত্তোলনে এই পদ পাওয়ায় বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন। বলেন, ‘শুক্রবার আমাকে এক চিঠির মাধ্যমে জানানো হয়। এটি অবশ্যই সম্মানের। এশিয়ার ভারত্তোলকদের কমিটিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারছি।’
২৭-৩১ মে কাতারের দোহায় এশিয়ান মাস্টার্স ভারত্তোলন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ৩০-৮০ বছর বয়স পর্যন্ত ভারোত্তোলকরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। এশিয়ায় মাস্টার্সদের নিয়ে এরকম প্রতিযোগিতা এবারই প্রথম। এশিয়ান মাস্টার্স ভারোত্তোলনের তত্ত্বাবধানে এবারের এই আসর হবে। শাহরিয়া সুলতানার ভারোত্তোলক হিসেবে ঘরোয়া ও আন্তর্জাতিক পদক রয়েছে।
অবসর নেওয়ার পর জাতীয় ক্রীড়া পরিষদে কোচ হিসেবে যোগ দেন তিনি। জাতীয় ভারত্তোলকদের প্রশিক্ষণের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে ভারোত্তোলনে টেকনিক্যাল অফিসিয়াল হিসেবেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। জাতীয় ক্রীড়া পরিষদের কোচ থাকলেও তিনি সম্প্রতি কোচিং থেকে ক্রীড়া প্রশাসনে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন। এ ছাড়াও জাতীয় ক্রীড়া পরিষদের সহকারী পরিচালক (ক্রীড়া) হিসেবেও পদোন্নতি পেয়েছেন তিনি।
রুমেল/আফরোজা