ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ ফাল্গুন ১৪৩১

কাবাডি টেস্ট সিরিজ

ক্ষোভ নেপালের, সিরিজ বাংলাদেশের

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০০:২৫, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

ক্ষোভ নেপালের, সিরিজ বাংলাদেশের

বুধবার পল্টনে বাংলাদেশ ও নেপালের মধ্যকার ম্যাচের একটি দৃশ্য

এক ম্যাচ হাতে রেখেই ৩-১ ব্যবধানে কাবাডি টেস্ট সিরিজ জিতে নিয়েছে স্বাগতিক বাংলাদেশ। বুধবার পল্টনের আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের চতুর্থ ম্যাচে সফরকারীদের ৪৯-২৪ পয়েন্টে হারিয়ে সিরিজ নিশ্চিত করে স্বাগতিকরা। ম্যাচের ছয় মিনিটে প্রথম লোনা পায় বাংলাদেশ। মিনিট তিনেক পর দ্বিতীয় লোনা পেয়ে ম্যাচে আরও এগিয়ে যায় স্বাগতিকরা।

প্রথমার্ধে ১৩ পয়েন্টের ব্যবধানে লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধেও দারুণ উজ্জীবিত ছিলেন কোচ বাদশা মিয়ার শিষ্যরা। স্বাগতিকরা শুরুতে আরও দুইটি লোনা পাওয়ায় অনেক পিছিয়ে পড়ে নেপাল। সেখান থেকে আর খেলায় ফিরতে পারেনি তারা। তবে ম্যাচে হারার পেছনে আম্পায়ারিংকেই দুষলেন নেপালের কোচ লোক বাহাদুর বিস্ট। তার কথা, ‘পুরো সিরিজ জুড়ে বাজে আম্পায়ারিং হয়েছে। নেপালে বাংলাদেশকে আমন্ত্রণ জানালে, সেখানে আমরা ৫-০ তে জিতব।’ 
খেলার এক পর্যায়ে আম্পায়ারের একটি সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে নেপাল কোর্ট ছাড়ে। মিনিট দশেক খেলা বন্ধ থাকে। এরপর সম্মানার্থে নেপাল কোর্টে ফেরে যদিও খেলায় সেই অর্থে মন ছিল না তাদের। তাই খেলার পর নেপালের একাধিক খেলোয়াড় রাগ উগরে দেন, ‘আমাদের বিপক্ষে অনেক ফাউল হলেও গণ্য করা হয়নি। যে ঘটনায় মাঠ ত্যাগ করা হয়েছিল সেই ঘটনা আমাদের পক্ষেই সিদ্ধান্ত আসার কথা।’

×