ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩১

২০২৬ এসএ গেমসে আবারও ফিরবে হকি 

প্রকাশিত: ২০:৫১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

২০২৬ এসএ গেমসে আবারও ফিরবে হকি 

পাকিস্তানের লাহোরে এসএ গেমসে উপলক্ষে অনুষ্ঠিত সভার একটি দৃশ্য

‘দক্ষিণ এশিয়ার অলিম্পিক গেমস’ খ্যাত এসএ (সাউথ এশিয়ান) গেমসের নতুন সূচি প্রকাশ করা হয়েছে আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি)। এদিন পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত হয় এসএ গেমস নিয়ে সভা। সেই সভায় জানানো হয়, ২০২৬ সালের ২৩-৩১ জানুয়ারি পর্যন্ত পাকিস্তানে এই গেমস অনুষ্ঠিত হবে। গেমস অনুষ্ঠিত হবে লাহোর, ফয়সালাবাদ ও ইসলামবাদ—এই তিন শহরে। এই প্রথম এসএ গেমস অনুষ্ঠিত হতে যাচ্ছে সর্বেোচ্চ তিনটি শহরে। এর আগে সর্বেোচ্চ দু’টি শহরে এই আসর অনুষ্ঠিত হয়েছিল।

আজকের সভায় গেমসের ডিসিপ্লিনও চূড়ান্ত হয়েছে। কোন শহরে কোন ডিসিপ্লিন হবে এটা পরবর্তীতে অবহিত করা হবে।
এর আগে কয়েক দফা পিছিয়ে এই গেমসের সর্বশেষ সম্ভাব্য সূচি ছিল চলতি বছর নভেম্বর। লাহোরে আজ এসএ গেমস সংক্রান্ত সভায় উপস্থিত ছিলেন। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের উপ-মহাসচিব আশিকুর রহমান মিকু ও নির্বাহী সদস্য সিরাজউদ্দিন মো. আলমগীর। 
সভায় অনুমোদিত ২৫টি ডিসিপ্লিন হলো : ফুটবল, হকি, এ্যাথলেটিক্স, সাঁতার, ভলিবল, বাস্কেটবল, হ্যান্ডবল, টি২০ ক্রিকেট, আরচারি, বক্সিং, ফেন্সিং, গলফ, জুডো, কারাতে, শুটিং, স্কোয়াশ, টেবিল টেনিস, তায়কোয়ান্দো, টেনিস, ট্রায়াথলন, ভারত্তোলন, কুস্তি, উশু, কাবাডি ও রাগবি।

সর্বশেষ এসএ গেমস অনুষ্ঠিত হয়েছে ২০১৯ সালে, নেপালে। সেবার হকি ডিসিপ্লিন বাদ দেওয়া হয়েছিল। ২০২৬ আসরে আবারও ফিরছে হকি। 

রুমেল খান/রাজু

×