ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩১

কাবাডি টেস্ট সিরিজ 

নেপালকে হারিয়ে আবারও এগিয়ে গেল বাংলাদেশ

প্রকাশিত: ২০:৪৬, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

নেপালকে হারিয়ে আবারও এগিয়ে গেল বাংলাদেশ

বাংলাদেশ-নেপাল কাবাডি ম্যাচের একটি দৃশ্য

পাঁচ ম্যাচের কাবাডি সিরিজে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ। আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকার পল্টনের আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত তৃতীয় ম্যাচে ৪২-৩৭ পয়েন্টে নেপালকে হারিয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা।

আগের ম্যাচের মতো এ ম্যাচেও দারণ উত্তেজনা ছড়িয়েছিল। প্রথমার্ধেই হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে দুই দলের মধ্যে। সমানতালে খেলছে বাংলাদেশ ও নেপাল। মাত্র তিন পয়েন্টের লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। প্রথমার্ধে ২০-১৭ পয়েন্টে এগিয়ে ছিল স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধেও লিড ধরে ম্যাচে এগিয়ে যেতে থাকে বাংলাদেশ। তবে ম্যাচে প্রথম লোনা পায় নেপাল। এগিয়ে যায় সফরকারীরা। পরে নেপালকে টপকে বাংলাদেশও লিড নেয়। সিরিজে এগিয়ে যেতে দুই দলই তাদের সেরাটা দেয়ার চেষ্টা করে। তবে ম্যাচের শেষ মিনিটে লোনাসহ চার পয়েন্ট পেয়ে অনেকটা এগিয়ে যায় বাংলাদেশ। নেপাল আর ম্যাচে ফেরার সুযোগ পায়নি। শেষ পর্যন্ত জয় নিয়ে ম্যাট ছাড়ে বাংলাদেশ। ম্যাচের সেরা খেলোয়াড় হন বাংলাদেশের দিপায়ন গোলদার। কাল বুধবার সিরিজের চতুর্থ ম্যাচ অনুষ্ঠিত হবে। আর এই ম্যাচে জিতলেই সিরিজ জয় নিশ্চিত হবে স্বাগতিক দলের।

রুমেল খান/রাজু

×