
জাতীয় পতাকা নিয়ে উল্লসিত বাংলাদেশ মার্শাল আর্ট দল
থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হয়েছে ‘যুব এশিয়ান মার্শাল আর্ট প্রতিযোগিতা’র দ্বিতীয় আসর।টুর্নামেন্টে একটি রৌপ্য ও দু’টি ব্রোঞ্জপদক জিতেছে বাংলাদেশ।
এশিয়ার ৩০টি দেশের ১১০০-এর বেশি প্রতিযোগী অংশ নেয় এই টুর্নামেন্টে। প্রতিযোগিতায় বাংলাদেশ জাতীয় যুব মার্শাল আর্ট দলের ৫ খেলোয়াড় অংশগ্রহণ করেন।
অনুর্ধ-১৪ বিভাগে ৫৭+ কেজি ওজনের ক্যাটাগরিতে ফাইটে নুসাইবা তাসনিম রহমান রৌপ্য এবং মাশরিফা নাজিয়ান মুগ্ধ ব্রোঞ্জপদক জেতেন।
অনুর্ধ-১৮ বিভাগে দো-ম্যান ইভেন্টে লিখন সরকার ও তনয় কুমার সরকার ব্রোঞ্জপদক জেতেন। অন্যদিকে ৫৭ কেজি ওজন শ্রেণির ফাইটে শারমিনা বেগম চতুর্থ স্থান অর্জন করেন।
পদকজয়ীদের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ মার্শাল আর্ট অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি লায়ন্স নাদিরা আহসান এবং সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।
রুমেল/আফরোজা