![বাহরাইন গেল বাংলাদেশ বালিকা টেনিস দল বাহরাইন গেল বাংলাদেশ বালিকা টেনিস দল](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/3-12-2502151427.jpg)
বাংলাদেশ বালিকা টেনিস দল
আন্তর্জতিক টেনিস ফেডারেশনের অনুমোদনক্রমে ও বাহরাইন টেনিস এ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় বাহরাইনের ইসা টাউনে ১৬-২২ ফেব্রুয়ারি পর্যন্ত ‘আইটিএফ ওয়ার্ল্ড জুনিয়র টেনিস অনুর্ধ-১৪’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বাংলাদেশ বালিকা দল আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিমানযোগে বাহরাইনের উদ্দেশ্যে রওনা হয়েছে।
বাংলাদেশ দলের খেলোয়াড়রা হলেন : হুমায়রা হায়দার জারা, জান্নাত হাওলাদার, সারা আল জসিম ও রাজনিতা চৌধুরী (ক্যাপ্টেন)।
প্রতিযোগিতায় স্বাগতিক বাহরাইনসহ বাংলাদেশ, কম্বোডিয়া, গুয়াম, হংকং-চায়না, ইন্দোনেশিয়া, ইরাক, জর্দান, কিরগিজস্তান, লাওস, লেবানন, ম্যাকাও, মালয়েশিয়া, মালদ্বীপ, মঙ্গোলিয়া, মায়ানমার, নেপাল, ওমান, ফিলিপিন্স, কাতার, সৌদি আরব, সিরিয়া, তুর্কমেনিস্তান, সংযুক্ত আরব আমিরাত, ভিয়েতনাম ও ইয়েমেন অংশ নেবে।
রুমেল/আফরোজা