ঢাকা, বাংলাদেশ   রোববার ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ৩ ফাল্গুন ১৪৩১

রাগবিতে শ্রীলঙ্কাকে হারাল বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ২০:২২, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

রাগবিতে শ্রীলঙ্কাকে হারাল বাংলাদেশ

বাংলাদেশ-শ্রীলঙ্কা দল ম্যাচ শুরুর আগে

শ্রীলঙ্কা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ স্পোর্টস কার্নিভাল রাগবি টুর্নামেন্ট গতকাল শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ঢাকার বসুন্ধরার ইন্টারন্যাশনাল স্কুল অব ঢাকা (আইএসডি গ্রাউন্ড) মাঠে অনুষ্ঠিত হয়েছে। প্রীতি রাগবি ম্যাচটিতে বাংলাদেশ রাগবি ফেডারেশন দল শ্রীলঙ্কা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রাগবি দলকে ১১-২ স্কোরে হারিয়ে জয়লাভ করেছে। 

বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়ন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, "‍এই টুর্নামেন্টটি আমাদের খেলোয়াড়দের নিষ্ঠা, দলবদ্ধতা এবং খেলায় ক্রমবর্ধমান শক্তি প্রদর্শনের জন্য একটি দুর্দান্ত প্ল্যাটফর্ম ছিল।

শ্রীলঙ্কা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশকে একটি সুসংগঠিত ইভেন্ট আযোজন এবং রাগবি প্রচারে তাদের অব্যাহত সহায়তার জন্য বিশেষ ধন্যবাদ। এই ধরনের উদ্যোগ খেলাটির বিকাশ এবং রাগবি সম্প্রদায়ের মধ্যে সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।"

খেলা শেষে পুরস্কার বিতরণ করেন ধর্মপাল ভিরাকোদি 

(বাংলাদেশে নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনার) এবং জাতীয় পুরস্কারপ্রাপ্ত ব্যাডমিন্টন খেলোয়াড় জুবায়ের হোসেন রানা। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সাধারণ সম্পাদক মৌসুম আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদ আহমেদ, কোষাধ্যক্ষ মতিউর রহমান দুলাল, সদস্য সিরাজুল ইসলাম, রাকিবুল ইসলাম, রাগবি ডেভেলপমেন্ট ম্যানেজার আব্দুল কাদের সুমন এবং এসএইচ আদ্রা। 

খেলা পরিচালনা করেন ফাহিম সরকার, রাহিদ সরকার ও সবুজ মিয়া।

রুমেল/আফরোজা

×