ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

গোপনে যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছেন রোমান-দিয়া!

প্রকাশিত: ১৬:২১, ৩ জানুয়ারি ২০২৫

গোপনে যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছেন রোমান-দিয়া!

ছবি: সংগৃহীত

গত বছরের নভেম্বরে নিজের হতাশার কথা প্রকাশ করেছিলেন আরচার রোমান সানা। তীর-ধনুক হাতে দেশের জন্য সাফল্য এনে দিলেও, নিজের উন্নতির বিষয়ে তিনি দুঃখ প্রকাশ করেছিলেন। উন্নত জীবনের খোঁজে, তিনি তখন জানিয়েছিলেন যে, স্ত্রী দিয়া সিদ্দিকীকে নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি দেওয়ার পরিকল্পনা করছেন। সেই পরিকল্পনাকে বাস্তবে রূপান্তরিত করেছেন তারা। 

গতকাল জানা গেল, গোপনে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন রোমান ও দিয়া। দু’জন বর্তমানে নিউ জার্সিতে আছেন বলে বৃহস্পতিবার সমকালকে নিশ্চিত করেছেন রোমান নিজেই, ‘উজ্জ্বল ভবিষ্যতের আশায় যুক্তরাষ্ট্রে এসেছি। অতীতের সবই এখন আমার কাছে স্মৃতি। এখানে আমি নতুন জীবন শুরু করতে চাই। আমাদের জন্য দোয়া করবেন।’ তাদের আগে আমেরিকায় পাড়ি জমিয়েছেন দুই আরচার অসীম গোপ ও হাকিম আহমেদ রুবেল।

২০২১ সালে বিশ্ব আরচারি চ্যাম্পিয়নশিপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন এই আরচাররা। সেই সময় পাঁচ বছরের ভিসা পেয়েছিলেন তারা। সেটাকে কাজে লাগিয়ে অসীম, রুবেল, রোমান ও দিয়া মার্কিন মুলুকে নতুন ঠিকানা বেছে নিয়েছেন। একসঙ্গে জুটি বেঁধে দেশকে অনেক পদক এনে দিয়েছিলেন রোমান ও দিয়া। আরচারির সতীর্থ থেকে জীবনের জুটি বাঁধেন তারা। কয়েক বছর ধরেই রোমান সানার পারফরম্যান্স প্রতিনিয়ত তলানির দিকে যেতে থাকে। স্বামীর মতো দিয়াও হারিয়ে ফেলেন ছন্দ। তাই হয়তো এ সিদ্ধান্ত নিয়েছেন তারা।

দু’জনের আমেরিকা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন দিয়ার বাবা নুরে আলম সিদ্দিকী, ‘গত শনিবার তারা দেশ ত্যাগ করে। বুধবার ওদের সঙ্গে আমার কথা হয়েছে। তবে কোন শহরে আছে বলতে পারব না।’ তিনি শহরের নাম না বললেও আরচারির অনেক কোচই জানেন দিয়া-রোমানের নতুন বসতিস্থল সম্পর্কে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কোচ বলেন, ‘আমার সঙ্গে দিয়ার কথা হয়েছে। সে বললো নিউ জার্সিতে আছে। সেখানে তো এই মুহূর্তে তারা ঘুরতে যায়নি, থাকতেই গিয়েছে।’

টঙ্গীতে আজ থেকে আরচারি জাতীয় দলের ক্যাম্প শুরু হওয়ার কথা। তার আগের দিন রোমান-দিয়ার যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর খবরটি ব্যথিত করেছে জাতীয় আরচারি দলের কোচ মার্টিন ফ্রেডরিখকে, ‘আমি খবরটি শুনে সত্যিই অবাক হয়েছি। ওরা সত্যিই খেলা ছেড়ে চলে গেল কিনা, বলতে পারব না। তবে এ রকমটি যদি হয়, সেটা হবে দুঃখজনক।’ ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল বলেন, ‘আমি যতদূর শুনেছি, এক সপ্তাহে হয়েছে ওরা যুক্তরাষ্ট্রে গিয়েছে। ফেডারেশনকে বলে যায়নি। ছুটিতে থাকা অবস্থায় দেশ ছেড়েছে। তবে ওদের পারফরম্যান্স ভালো ছিল না। তাই তাদের চলে যাওয়াতে আরচারির ওপর কোনো প্রভাব পড়বে না। আমাদের পাইপলাইনে ভালো আরচার আছে।’

রাসেল

সম্পর্কিত বিষয়:

×