ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বিপ্লবী প্রীতিলতা নারী রাগবি

নারী রাগবিতে চ্যাম্পিয়ন হল যে দল

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ২২:০৪, ২২ ডিসেম্বর ২০২৪; আপডেট: ২৩:১৩, ২২ ডিসেম্বর ২০২৪

নারী রাগবিতে চ্যাম্পিয়ন হল যে দল

চ্যাম্পিয়ন দলের সঙ্গে প্রধান অতিথি ও প্রখ্যাত সাবেক ক্রীড়াবিদ আখিরুন্নেসা (সবার সামনে)।

বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সার্বিক ব্যবস্থাপনায় বিপ্লবী প্রীতিলতা নারী স্যান্ড রাগবি (ফোর সাইড) প্রতিযোগিতার ষষ্ঠ আসরে চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে এসএইচএ একাডেমি।

রবিবার পল্টন ময়দান বালুর মাঠে অনুষ্ঠিত ফাইনালে এসএইচএ একাডেমি ২-১ পয়েন্টে এসআর রাগবি ক্লাবকে হারিয়ে শিরোপা জেতে।

প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার বিজয়ী ও বিজিত দলকে পুরস্কৃত করেন বিজেএমসি ও বাংলাদেশ আনসারের সাবেক এ্যাথলেট, আন্তজার্তিক ও জাতীয় পর্যায়ের হ্যান্ডবল খেলোয়াড় (৭বার সেরা খেলোয়ার), ভলিবল, কাবাডি ও এ্যাথলেটিক্সে বর্শা নিক্ষেপকারী (১৯৯০-২০২৪ জাতীয় রেকর্ড) মিসেস আখিরুন্নেসা। এছাড়া আরো উপস্থিত ছিলেন প্রতিযোগিতা চেয়ারম্যান পারভিন পুতুল,কোষাধাক্ষ্য মতিউর রহমান দুলাল, সদস্য সিরাজুল ইসলাম ও দ্বীন ইসলাম প্রমুখ।

প্রতিযোগিতার উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাগবি ফেডারেশনের সাধারণ সম্পাদক মৌসুম আলী।

রুমেল খান/এম.কে.

×