রৌপ্যপদক ও সনদপত্র হাতে জারা।
নেপালে ইমার্জিং অ্যাথলেটস জুনিয়র টেনিস ট্যুর এশিয়ান অনুর্ধ-১৪ বয়সভিত্তিক প্রতিযোগিতায় সাফল্য পেয়েছেন বাংলাদেশের হুমায়রা হায়দার জারা।
শুক্রবার (২২ নভেম্বর) কাঠমান্ডুতে এই আন্তর্জাতিক টেনিস প্রতিযোগিতায় মেয়েদের এককে প্রথমে রৌপ্যপদক জেতেন জারা। এরপর মেয়েদের দ্বৈতে ভারতের নাইমা হুসেইনের সঙ্গে জুটি গড়েও রৌপ্যপদক নিশ্চিত করেন তিনি।
এককের ফাইনালে জারাকে হারিয়ে দেন নেপালের খেলোয়াড় শিভালি গুরুং। আর দ্বৈতে এই জুটি ফাইনালে হেরে যান নেপালের শিভালি ও মালদ্বীপের আইশাথ কারিন জুটির কাছে।
জারা এর আগেও বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্য পেয়েছেন। ২০২২ সালে ইউরোপিয়ান বয়সভিত্তিক ওপেন টেনিস প্রতিযোগিতায় বালিকা এককে তৃতীয় স্থান ও বালিকা দ্বৈতে রানারআপ হওয়ার অভিজ্ঞতা রয়েছে তার।
রুমেল/এমএম