চীনকে হারিয়ে স্বর্ণপদক জয়ের পর ডাচ মেয়েদের উচ্ছ্বাস
অলিম্পিক হকিতে ইতিহাস গড়ল নেদারল্যান্ডস। ছেলেদের স্বর্ণজয়ের ২৪ ঘণ্টা পর মেয়েদের ইভেন্টেও বাজিমাত করেছে ডাচরা। শ্বাসরুদ্ধকর ফাইনালে মূল ম্যাচ ১-১ গোলে অমীমাংসিত থাকলে এই ইভেন্টের ‘ডিফেন্ডিং’ চ্যাম্পিয়নরা পেনাল্টি শূটআউটে পরাশক্তি চীনকে হারায় ৩-১ ব্যবধানে। অলিম্পিকের একই আসরে কোনো দেশের ছেলে এবং মেয়েদের স্বর্ণজয়ের প্রথম ঘটনা এটি। ছেলেদের বিভাগেও জার্মানিকে হারাতে শূটআউটের প্রয়োজন পড়েছিল নেদারল্যান্ডসের; সেখানেও মূল ম্যাচ ১-১এর পর পেনাল্টি শূটআউটে ৩-১এ জিতেছিল তারা!
মেয়েদের হকিতে ভীষণ সফল নেদারল্যান্ডস। এটি ছিল তাদের টানা ষষ্ঠ ফাইনাল। এর পাঁচটিতেই স্বর্ণ জিতেছে তারা। টোকিওতেই বাজিমাত করা দলটির অবশ্য এবারের ফাইনালে যথেষ্ট ঘাম ঝরাতে হয়েছে। নির্ধারিত সময়ের খেলায় চীন তাদের ১-১ ব্যবধানে রুখে দিয়েছিল। ডাচদের চাপ সত্ত্বেও ষষ্ঠ মিনিটে চীনকে এগিয়ে দিয়েছিলেন চেন ই। খেলা শেষ হওয়ার ৯ মিনিট আগে সমতা ফেরায় নেদারল্যান্ডস। গোল করেন ইব্বি ইয়ানসেন।
যা তার টুর্নামেন্টে নবম গোল। শূটআউটে গোলকিপার আনে ভিনেনদালের বীরত্বেই সোনা নিশ্চিত হয়েছে ডাচদের। চীনের প্রথম দুটি প্রচেষ্টা রুখে দেন তিনি। ¯œায়ুর চাপ সামলে কোন শট থেকেই গোল করতে ভুল করেনি ডাচ মেয়েরা। এরপর চীনের মা নিঙ্গের শট আটকে দিয়ে চীনকে আনন্দে ভাসান ভিনেনদাল। মজার বিষয়, ছেলেদের দলে খেলেন থিস ফন ডাম আর মেয়েদের দলে পিয়েন স্যান্ডার্স। দুজনে আবার প্রেমিক- প্রেমিকা। প্যারিস থেকে জোড়া স্বর্ণপদক নিয়ে যাচ্ছেন তারা দুজনও। পেনাল্টি শূটআউটে গোলও পেয়েছেন তারা দুজনে!
শনিবার রাতে এ রিপোর্ট লেখার সময় ৩৪ স্বর্ণ, ২৭ রৌপ্য ও ২৩ ব্রোঞ্জসহ মোট ৮৪ পদক নিয়ে শীর্ষে ছিল এশিয়ান পরাশক্তি চীন। ১৩ স্বর্ণ, ৬ রৌপ্য ও ১১ ব্রোঞ্জ মিলিয়ে মোট ৩০ পদক নিয়ে ইউরোপের দেশ নেদারল্যান্ডস ছিল অষ্টম স্থানে।