নতুন অলিম্পিক রেকর্ড গড়ে ১৫০০ মিটারে স্বর্ণপদক জিতেছেন গ্রেট ব্রিটেনের কোল হকার
প্রতিভা এমনই এক ব্যাপার, যাকে যথাযথ পারিচর্যা করলে, মূল্যায়ন করলে এবং সহযোগিতা করলে তা সন্দেহতীতভাবে বিকশিত হবেই। এই যেমন বিকশিত হলেন কোল হকার। না, তিনি পেশায় হকার নন, নামই তার হকার! যুক্তরাষ্ট্রের এই দৌড়বিদকে কেউ চিনত না ক’দিন আগেও। কিন্তু তিনি স্বনামেই বিখ্যাত।
কেননা বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন জশ কার এবং ২০২০ অলিম্পিক চ্যাম্পিয়ন ইয়াকব ইঙ্গেব্রিগটসেনকে পেছনে ফেলে জিতে নিয়েছেন ১৫০০ মিটার দৌড়ের স্বর্ণপদক। তাও সেটা আবার নতুন অলিম্পিক রেকর্ড গড়ে। ৩ মিনিট ২৭.৬৫ সেকেন্ড সময় নেন হকার। ২০২১ সালে টোকিওতে এই ইভেন্টে অলিম্পিক রেকর্ড গড়তে ইঙ্গেব্রিগটসেন সময় নেন ৩ মিনিট ২৮.৩২ সেকেন্ড। সেই ইঙ্গেব্রিগটসেন প্যারিসে কিছুই পাননি।
নরওয়েজিয় তারকা আগের অলিম্পিক রেকর্ডের (৩:২৮.২৪) চেয়ে দ্রুত দৌড় শেষ করেও হন চতুর্থ। রুপা জেতা ব্রিটিশ তারকা জশ কার (৩:২৭.৭৯) ও ব্রোঞ্জজয়ী মার্কিন অ্যাথলেট ইয়ারেদ নুগুসেও (৩:২৭.৮০) আগের অলিম্পিক রেকর্ডের চেয়ে কম সময় নেন।