ঢাকা, বাংলাদেশ   রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

aiub
aiub

র‌্যাঙ্কিং রাউন্ডে আরচার সাগর ৪৫তম 

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০১:০৭, ২৬ জুলাই ২০২৪

র‌্যাঙ্কিং রাউন্ডে আরচার সাগর ৪৫তম 

বৃহস্পতিবার অলিম্পিকের আরচারি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করেন বাংলাদেশের সাগর ইসলাম

শুক্রবার থেকে ফ্রান্সের প্যারিসে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসর এবং ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’খ্যাত গ্রীষ্মকালীন অলিম্পিক শুরু হলেও বুধবার থেকেই ফুটবল, রাগবি ও আরচারিসহ কিছু খেলা শুরু হয়ে গেছে। বৃহস্পতিবার আরচারি দিয়ে বাংলাদেশের অলিম্পিক মিশন শুরু হয়েছে। সাগর ইসলাম রিকার্ভ এককে র‌্যাঙ্কিং রাউন্ডে খেলেন (ভেন্যু লেস ইনভালিদেস)। ৭২টি তীর ছুড়ে সাগর স্কোর করেছেন ৬৫২। আর ৬৪ প্রতিযোগীর মধ্যে হয়েছেন ৪৫তম। 
ইলিমিনেশন রাউন্ডে (১/৩২) সাগরের পরের ম্যাচ আগামী ৩০ জুলাই। র‌্যাঙ্কিং রাউন্ডে দক্ষিণ কোরিয়ার উজিন কিম প্রথম (৬৮৬), একই দেশের জে দিউক কিম দ্বিতীয় (৬৮২) ও জার্মানির ফ্লোরিয়ান উনরুহ তৃতীয় (৬৮১) স্থান অধিকার করেছেন। সাগর ১০ মেরেছেন মোট ১৮ বার। ঘাড়ে ব্যথা নিয়ে খেলেছেন সরাসরি অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জনকারী সাগর। প্যারিসে গিয়েই এই সমস্যায় আক্রান্ত হন তিনি। এজন্য থেরাপিও দিতে হয় তাকে। হয়তো বা এ কারণেই বৃহস্পতিবার প্রত্যাশিত নৈপুণ্য প্রদর্শন করতে পারেননি (তার ক্যারিয়ার সেরা স্কোর ৬৬০)।

×