ঢাকা, বাংলাদেশ   রোববার ০৬ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১

সেমির আগে মুখে কুলুপ বেলিংহামদের

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০০:২০, ৯ জুলাই ২০২৪

সেমির আগে মুখে কুলুপ বেলিংহামদের

বেলিংহামদের

সাম্প্রতিক বছরগুলোতে অসাধারণ ধারাবাহিক ফুটবল খেলে চলেছে ইংল্যান্ড। কিন্তু ইংলিশদের দুর্ভাগ্য, একটি আসরেও শিরোপা জিততে পারেনি। গত ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে টাইব্রেকারে হারতে হয়েছিল ইতালির কাছে। এবার চলমান ইউরোতেও সেমিফাইনালে উঠে এসেছে কোচ গ্যারেথ সাউথগেটের দল। বুধবার রাত ১টায় ফাইনালে ওঠার লড়াইয়ে থ্রি লায়ন্সদের প্রতিপক্ষ টোটাল ফুটবলের জনক হল্যান্ড। 
ম্যাচটির আগে বেশ ফুরফুরে মেজাজে আছে ইংল্যান্ড দল। তবে ঠিকই অনুশীলনে ঘাম ঝরিয়ে চলেছেন বেলিংহাম, সাকা, ফোডেনরা। সেমির মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে কিছুতেই বাড়তি কথা বলছেন না ইংলিশ তারকারা। বলা যায় অনেকটা মুখে কুলুপ তাদের। কোয়ার্টার ফাইনালে সুইসদের বিরুদ্ধে টাইব্রেকারে ৫-৩ গোলে জয়ের পর কোনো কথা বলেননি ইংল্যান্ড দলের কেউ। কারণ কোচ গ্যারেথ সাউথগেটের বারণ।

পেনাল্টি শট নিয়ে হ্যারি কেন-জুড বেলিংহামদের কথা বলা নিষিদ্ধ করেছেন ইংল্যান্ড কোচ। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের উদ্ধৃতিতে জানা গেছে, এবারের ইউরোয় পেনাল্টি শূটআউট নিয়ে কোনো কথা বলছেন না ইংল্যান্ডের খেলোয়াড় বা কোচিং স্টাফের কেউ। ইংল্যান্ড কোচ দলের সদস্যদের পেনাল্টি কৌশল নিয়ে কথা বলতে নিষেধ করেছেন।

×