ঢাকা, বাংলাদেশ   রোববার ০৬ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১

এবার জয়পুরহাটে রাগবির কার্যক্রম

প্রকাশিত: ২০:৫১, ৮ জুলাই ২০২৪

এবার জয়পুরহাটে রাগবির কার্যক্রম

প্রশিক্ষণ শেষে সনদপত্র হাতে প্রশিক্ষণার্থীরা

বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সার্বিক ব্যবস্থাপনায় ও জয়পুরহাট জেলা রাগবি তরুণ-তরুণী একাডেমির সহযোগিতায় দুই দিনব্যাপী (৭-৮ জুলাই, ২০২৪) অষ্টম গ্রাসরুটস লেভেল রাগবি কোচেস কোর্স সফলভাবে সম্পন্ন হয়েছে।

এই রাগবি কোচেস কোর্সটি জয়পুরহাট সদর উপজেলার পুলিশ লাইন মাঠ প্রাঙ্গণে ভলেন্টিয়ার প্রশিক্ষক রুহুল আমিনের তত্ত্বাবধানে নতুন ১০ প্রশিক্ষনার্থী নিয়ে সার্টিফিকেট প্রদানের মাধ্যমে সফলভাবে শেষ হয়েছে।  সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালাই পৌরসভার মেয়র তৌফিকুল ইসলাম তালুকদার। 
কোর্সটির কোর্স কো-অর্ডিনেটর হিসেবে রয়েছেন ফেডারেশনের যুগ্ম সম্পাদক সাঈদ আহমেদ।
বাংলাদেশে রাগবিকে সর্বস্তরে পৌঁছে দেয়ার জন্য প্রশিক্ষক তৈরির কার্যক্রম হাতে নিয়েছে। এই কোর্সটি ৬৪ জেলার উপজেলা, পৌরসভা ও ইউনিয়নে পর্যায়ক্রমে অনুষ্ঠিত হচ্ছে। 

* গ্রাসরুটস লেভেলে রাগবি কোচেস কোর্স : ২০২৩-২০২৫ এর এটি ৮ম প্রশিক্ষন কোর্স। ১মটি ফরিদপুর জেলায়, ২য়টি নড়াইল জেলায়, ৩য়টি সাতক্ষীরা জেলায় ৪র্থটি চাঁপাইনবাবগঞ্জ জেলায়, ৫মটি রাজশাহী জেলায়, ৬ষ্ঠটি সুনামগঞ্জ জেলায় ও ৭মটি মাগুরা জেলায় অনুষ্ঠিত হয়েছে।
 

 

রুমেল খান 

×