ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১

জয়ে শুরু রিবাকিনার

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০১:০৫, ৩ জুলাই ২০২৪

জয়ে শুরু রিবাকিনার

উইম্বলডন ওপেনে রোমনিয়ার রোউসের বিরুদ্ধে রিটার্ন শট খেলছেন কাজাখস্থানের এলেনা রিবাকিনা

জয় দিয়ে উম্বলডন মিশন শুরু করলেন, এলেনা রিবাকিনা, কোকো গফ ও বিয়াঙ্কা আন্দ্রেস্কু। ২০২২-এর উইম্বলডন জয়ী কাজাকস্তানের রিবাকিনা প্রথম রাউন্ডে রুমানিয়ার গ্যাব্রিয়েলা রোউসকে হারিয়েছেন ৬-৩, ৬-১ সেটে। আর র‌্যাঙ্কিংয়ের দ্বিতীয়সেরা গফ স্বদেশী ক্যারোলিন ডুলহাইডকে হারিয়েছেন ৬-১, ৬-২ সেটে। দ্বিতীয় রাউন্ডে আজ আনকা টোডেনির মুখোমুখি হবেন সাবেক ইউএস ওপেনজয়ী ২০ বছর বয়সী এই তারকা। কানাডার বিয়াঙ্কা আন্দ্রেস্কুও দ্বিতীয় রাউন্ডে উঠে এসেছেন। প্রথম রাউন্ডে তিনি ৬-৪, ৬-২ সেটে  হারিয়েছেন রোমানিয়ার জ্যাকুলিন ক্রিস্টিয়ানকে।

দ্বিতীয় রাউন্ডে আজ তার প্রতিপক্ষ চেক প্রজাতন্ত্রের লিন্ডা এনস্কোভা। মার্কিন কৃষ্ণসুন্দরী কোকো গফ এ পর্যন্ত একটিই গ্রান্ডস্ল্যাম জিতেছেন, সেটি ২০২৩ ইউএস ওপেন। ২০২২ ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে উঠে হারেন তিনি। 
ওদিকে উইম্বলডনে পুরুষ এককের প্রথম রাউন্ডে জয় পেয়েছেন কার্লোস আলকারোজ। তিনি হারিয়েছেন এস্তেনিয়ার মার্ক লাজালকে। জিতেছেন পঞ্চম বাছাই ড্যানিল মেদভেদেভও। হারিয়েছেন আলেকজান্ডার কোভাসেভিচকে। গত বারের উইম্বলডন বিজয়ী আলকারেজ অবশ্য খুব সহজে জিততে পারেননি। প্রথম সেটে তাকে চাপে ফেলেছিলেন লাজাল। শেষ পর্যন্ত ৭-৬ (৭-৩), ৭-৫, ৬-২ গেমে জিতেছেন আলকারেজ। ম্যাচের পর বলেন, ‘ওর খেলা খুব বেশি দেখিনি।

তাই আজ লাজালের বিরুদ্ধে নেমে অবাকই হয়ে গিয়েছিলাম। খুব কম বয়স ওর। আমারই মতো। আশা করি আগামী দিনেও ওকে ট্যুরে বারবার দেখতে পাব। সেন্টার কোর্টে এ বছর প্রথম জয় পেয়ে খুব খুশি।’ আলকারারেজের মতো খুশি মেদভেদেভও। কোভাসেভিচকে ৬-৩, ৬-৪, ৬-২ হারিয়েছেন তিনি। গত বছর সেমিফাইনালে উঠেছিলেন। এবার রাশান তারকার লক্ষ্য আরও উঁচুতে। গোটা ম্যাচে আটটির মধ্যে চারটি ব্রেক পয়েন্ট কাজে লাগিয়েছেন। 
মেদভেদেভ বলেন, ‘সত্যি বলতে, দারুণ একটা ম্যাচ খেললাম। স্কোরলাইন যেমন দেখাচ্ছে, ততটা সহজ ম্যাচও হয়নি। নিজের ভালো টেনিসটা বার করে আনতে পেরে খুশি। কোর্ট ওয়ানে আজ পর্যন্ত হারিনি। আশা করি নিজের এই রেকর্ড বজায় রাখতে পারব।’

×