ঢাকা, বাংলাদেশ   রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

aiub
aiub

অস্ট্রেলিয়ান ওপেন দিয়েই ফিরছেন এমা

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ২২:২৯, ৬ ডিসেম্বর ২০২৩

অস্ট্রেলিয়ান ওপেন দিয়েই ফিরছেন এমা

এমা রাদুকানু

তিন বছর আগে ইউএস ওপেনের শিরোপা জিতে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছিলেন এমা রাদুকানু। সেবার প্রথম বাছাই খেলোয়াড় হিসেবে ফ্ল্যাশিং মিডোসে ট্রফি জয়ের অবিস্মরণীয় কীর্তি গড়েছিলেন এই ব্রিটিশ তরুণী। তবে এর পরের সময়টাতে আর নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি এমা রাদুকানু। চলতি মৌসুমের প্রায় পুরোটা সময়ই ইনজুরির কারণে কোর্টের বাইরে ছিটকে পড়েছিলেন তিনি। ২১ বছর বয়সী গ্রেট ব্রিটেনের এই তরুণী চোট কাটিয়ে আবারও কোর্টে ফিরতে যাচ্ছেন। বছরের প্রথম গ্র্যান্ডস্লাম অস্ট্রেলিয়ান ওপেন দিয়েই নতুন মৌসুমের মিশন শুরু করবেন ইউএস ওপেনের সাবেক এই চ্যাম্পিয়ন। তবে সরাসরি খেলার যোগ্যতা নেই তার। 
কেননা, এই মুহূর্তে যে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের ১০৩ নম্বরে অবস্থান করছেন রাদুকানু। তাই স্পেশাল র‌্যাঙ্কিং ব্যবহার করে নতুন মৌসুমের প্রথম মেজর টুর্নামেন্টের লড়াইয়ে প্রতিযোগিতা করবেন তিনি। এবার বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে মেলবোর্নের এই আসর শুরু করবেন এরিনা সাবালেঙ্কা। এদিকে এমা রাদুকানুর মতো কিংবদন্তি রাফায়েল নাদালের গল্পটাও প্রায় অভিন্ন। কেননা, চলতি বছর অস্ট্রেলিয়ান ওপেনে চোট পাওয়ার পর থেকে কোর্টের বাইরে ছিটকে পড়েন তিনি। যে কারণে ব্রিটিশ তরুণীর মতোই বছরের বাকি তিনটি গ্র্যান্ডস্লামে আর খেলতে পারেননি এই স্প্যানিয়ার্ড।

×