ঢাকা, বাংলাদেশ   বুধবার ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

আজ রাতে ইন্টারের বার্সেলোনা পরীক্ষা

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০১:১৫, ৩০ এপ্রিল ২০২৫

আজ রাতে ইন্টারের বার্সেলোনা পরীক্ষা

রাফিনহা ও লাউটারো মার্টিনেজ

চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে আবারও মুখোমুখি হচ্ছে বার্সেলোনা ও ইন্টার মিলান। সর্বশেষ ২০২৩ সালের কোয়ার্টার ফাইনালে দেখা হয়েছিল এই দুই দলের। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে এবারের আসরের সেমির লাইনআপ চূড়ান্ত হওয়ার পরই ‘বার্সেলোনা বনাম ইন্টার মিলান’ লড়াইকে বলা হচ্ছে ‘পুরানো দ্বৈরথের নতুন অধ্যায়’।

রাতে বার্সার ঘরের মাঠ অলিম্পিক স্টেডিয়ামে উড়তে থাকা কাতালানদের মুখোমুখি হবে ইটালিয়ান ক্লাব ইন্টার মিলান। এ সপ্তাহেই কোপা দেল রের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ৩-২ গোলে হারিয়ে শিরোপা জিতেছে হ্যান্সি ফ্লিকের দল। চলতি বছরে একটি মাত্র ম্যাচে হারা স্প্যানিস জায়ান্টরা লা-লিগাতেও আছে টেবিলের শীর্ষে। ম্যাচটি ঘিরে অবশ্য অন্য শঙ্কা তৈরি হয়েছে। দুদিন ধরে চরম বিদ্যুৎ বিভ্রাটে পড়েছে স্পেন। 
ইউরোপের শীর্ষ এই প্রতিযোগিতার সেমিফাইনাল সব সময়ই শীর্ষ মানের দলগুলোর মধ্যে হয়, এবারের লড়াইও তার ব্যতিক্রম নয়। কোয়ার্টারে ফ্লিকের দল সম্প্রতি বরুসিয়া ডর্টমুন্ডের কাছে ফিরতি ম্যাচে ৩-১ গোলে হারলেও প্রথম লেগে ৪-০ গোলের দাপুটে জয়ে ৫-৩এ এগিয়ে থেকে সেমিতে উঠে এসেছে। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে দুই দল মোট ১২ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ১০টি ম্যাচই ছিল গ্রুপ পর্বে, যা এই পর্যায়ে নিয়মিত লড়াই হিসেবেই ধরা যায়।

পরিসংখ্যানে বার্সেলোনা এগিয়েÑ১২ ম্যাচের মধ্যে ৬টিতে জিতেছে বার্সা, ৪টি ড্র হয়েছে এবং ২টি ম্যাচে জিতেছে ইন্টার। এবারের কোয়ার্টারে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখকে ১-২, ২-২ অর্থাৎ ৪-৩এ হারিয়ে সেমিতে উঠে এসেছে ইন্টার মিলান। মৌসুমের শেষ ভাগের গুরুত্বপূর্ণ সময়ে এসে হুট করেই যেন পথ হারিয়ে ফেলেছে দলটি।

সব প্রতিযোগিতা মিলিয়ে হেরেছে টানা তিন ম্যাচ। এবার তাদের সামনে আরেক বড় চ্যালেঞ্জ। চ্যাম্পিয়ন্স লিগে মাঠে নামতে হবে ছন্দে থাকা বার্সেলোনার বিপক্ষে। প্রতিপক্ষের প্রতি যথেষ্ট সম্মান থাকলেও তাদের নিয়ে ভীত নন বলে দাবি করেছেন ইন্টার কোচ সিমোনে ইনজাগি।
কোপা দেল রেতে বার্সা-রিয়াল ম্যাচটা তিনি দেখেনেনি, ‘আমরা জানি বার্সেলোনা কেমন দল; (এর জন্য) গতকালের (শনিবার) ম্যাচ দেখার দরকার ছিল না। আমরা (প্রতিপক্ষের প্রতি) সম্মান রেখে মাঠে নামব, তবে ভয় নিয়ে নয়।’ বলেন ইনজাগি। সর্বশেষ সিরিয়াতে ঘরের মাঠে রোমার কাছে ১-০ গোলে হারে ইন্টার।

আগের রাউন্ডে বোলোনিয়ার মাঠেও হারে একই ব্যবধানে। মাঝে ইতালিয়ান কাপে সেমিফাইনালের ফিরতি লেগে এসি মিলানের কাছে ৩-০ গোলে হেরে, দুই লেগ মিলিয়ে ৪-১ ব্যবধানে পিছিয়ে থেকে প্রতিযোগিতা থেকে বিদায় নেয় ইন্টার।

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার