ঢাকা, বাংলাদেশ   বুধবার ৩০ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

করপোরেট ব্যক্তিত্ব থেকে দেশসেরা সংগঠক

ফ্রাঞ্চাইজি লিগ আয়োজনের আশা ইমরুলের

মোয়াজ্জেম হোসেন রাসেল

প্রকাশিত: ০০:৪৯, ৩০ এপ্রিল ২০২৫

ফ্রাঞ্চাইজি লিগ আয়োজনের আশা ইমরুলের

বসুন্ধরা কিংস সভাপতি ইমরুল হাসান

বাংলাদেশের ফুটবলে সমধিক পরিচিত একটি নাম ইমরুল হাসান। এ নামটি একজন সুসংগঠক হিসেবে দেশের ক্রীড়াঙ্গনে স্থান করে নিয়েছে। সম্প্রতি ক্রীড়া সাংবাদিকদের সবচেয়ে প্রাচীন সংগঠন বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি (বিএসপিএ) ২০২৪ সালের বর্ষসেরা সংগঠকের সম্মাননা লাভ দিয়েছেন ইমরুল হাসানকে। বসুন্ধরা কিংসের সভাপতি ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সিনিয়র সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

চেয়ারম্যান হিসেবে পেশাদার লিগ কমিটির দায়িত্বও সুনামের সহিত পালন করেছেন তিনি। লিগ শেষে চ্যাম্পিয়ন-রানার্সআপ দলের হাতে ট্রফি দেওয়ার রেওয়াজ তার আমলেই শুরু হয়েছে। দেশের অন্যতম বড় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ডিএমডির (ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর) মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে ফুটবলে নিজেকে আত্মনিয়োগ করেছেন। অর্থনীতির নানা জটিল হিসাবের মধ্যেও খেলার মাঠেরই একজন করে রেখে দারুণ তৃপ্ত তিনি। করপোরেট ব্যক্তিত্ব থেকে দেশসেরা সংগঠক হওয়ার নানা গল্পে সাজানো হয়েছে প্রতিবেদনটি।
বর্ষসেরা সংগঠক হওয়া কাজের স্বীকৃতি ॥ বাংলাদেশের ক্রীড়াঙ্গনে অনেক দিক থেকেই নতুন ধারার সৃষ্টি করেছে বসুন্ধরা কিংস। সাফল্যের সোনারোঁদে ভাসতে থাকা দলটি অবশ্য চলতি মৌসুমে প্রত্যাশা পূরণ করতে পারছে না। বর্তমানে বাংলাদেশ চ্যাম্পিয়ন দলটির সাফল্যের পেছনের কারিগর হিসেবে ইমরুল হাসানের নাম বললেও বাড়িয়ে বলা হবে না।

দক্ষ হাতে ক্লাবকে পরিচালনা করার পাশাপাশি এক মৌসুম আগে প্রথমে বাফুফের ফিনান্স কমিটির চেয়ারম্যান হয়েছিলেন। আর এবার হলেন পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান। বসুন্ধরা কিংস অ্যারেনাকে নিয়ে ভবিষ্যতের স্বপ্ন দেখা মানুষটি সংগঠক হিসেবে ঘরে বাইরে সমানভাবে সফল। দেশের অনত্যম বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানের বড় দায়িত্ব সামলে কিংস অ্যারেনাকে আন্তর্জাতিক ভেন্যুর স্বীকৃতি পাওয়াও তার একটা বড় অর্জন।

সুদক্ষ নেতৃত্বের পুরস্কার পেয়েছেন বিএসপিএর বর্ষসেরা সংগঠকের স্বীকৃতি পেয়ে। কিংসকে টানা পাঁচবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের শিরোপা জেতানো সংগঠকের কাছে এটা কাজের স্বীকৃতি। তবে কোনো কিছু পাওয়ার আশায় নয়, ফুটবলকে ভালোবেসেই কাজ করে যেতে চান তিনি।
হতাশা নয়, চোখ রাখছেন পরের মৌসুমে ॥ সেরা দল গড়েও চলতি মৌসুমে প্রত্যাশিত সাফল্য পাচ্ছে না বসুন্ধরা কিংস। যদিও মৌসুম শুরু করেছিল চ্যালেঞ্জ কাপের শিরোপা জিতে। কিন্তু পরের গল্পটা যতটা প্রাপ্তির তার চেয়েও বেশি হতাশার। অবশ্য এই আফসোস ঘুচেছে মঙ্গলবার আবাহনীকে হারিয়ে ফেডারেশন কাপের শিরোপা জয়ের মধ্য দিয়ে।

এবারের মৌসুমে সৃষ্ট হওয়া সমস্যাগুলো সামনের মৌসুমে যাতে না হয় সেটাই এখন বড় লক্ষ্য। ‘দলের সমস্যা আর দুর্বলতা নিয়ে কাজ করছি। আশা করছি আগামী মৌসুমে এবারের মৌসুমের মতো সমস্যা থাকবে না’, জানিয়েছেন ইমরুল হাসান।
হামজাকে নিয়ে গর্বিত ॥ ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল) খেলা প্রথম বাংলাদেশী ফুটবলার হামজা চৌধুরী, এই পরিচয়টা দিতে পছন্দ করেন ইমরুল হাসান। বাংলাদেশী পাসপোর্টধারী হওয়ায় তাকে নিয়ে গর্বের শেষ নেই এই সংগঠকের। গত ২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে লাল সবুজ জার্সিতে অভিষেক হয়েছে এ খেলোয়াড়ের। তাতেই বাংলাদেশকে নিয়ে নতুন স্বপ্ন দেখা শুরু করেছেন ভক্ত সমর্থকরা।

সামনের দিনগুলোতে এ অনুপ্রেরণাই ফুটবলকে অনেক এগিয়ে নেবে বলে মত তার। হামজা নিয়ে ইমরুল হাসানের মূল্যায়ন, ‘বাংলাদেশের ফুটবলে হামজার আগমন অনেক বেশি তাৎপর্যপূর্র্ণ। তার মতো একজন হাইপ্রোফাইল তারকা দলের সঙ্গে যুক্ত হওয়ায় দেশের ফুটবলে দারুণ একটা সংযোজন, যা ভবিষ্যতে অনেক সাফল্য বয়ে নিয়ে আসবে’।
খেলোয়াড় তৈরিতে ভূমিকা রাখতে হবে ক্লাবগুলোকে ॥ বাংলাদেশের ফুটবলে প্রতিষ্ঠিত ক্লাবগুলোর মধ্যে বয়সভিত্তিক দল বরাবরই উদাসীনতা দেখা যায়। সারা ফুটবল দুনিয়া যেখানে একভাবে চলছে সেখানে অনেকটাই উল্টোরথে চলছে ক্লাব ফুটবল সংস্কৃতি। ইংল্যান্ড, স্পেন, জার্মানির ক্লাবগুলো তাদের বয়সভিত্তিক দল থেকে প্রতিশ্রুতিশীল খেলোয়াড় তৈরি করে থাকে। 
ফ্রাঞ্চাইজি লিগ আয়োজন কতটা সম্ভব  ॥ পড়শি দেশ ভারতে কয়েক বছর ধরে ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) আয়োজন করে আসছে, যা দেশটির ফুটবলে অনেক কিছুকে বদলে দিয়েছে। মূলত ফুটবলে প্রতিদ্বন্দ্বিতা বাড়ানো, খেলোয়াড়দের আর্থিকভাবে লাভবান করা আর করপোরেট হাউসগুলোকে খেলাটির সঙ্গে সম্পৃক্ত করাই ছিল প্রধান লক্ষ্য। সেখানে ভারত অনেকটাই সফল হয়েছে বলে মনে করা হচ্ছে।

বাংলাদেশেরও বছর পাঁচেক আগে এমন একটি উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে সেটি পরে আর আলোর মুখ দেখেনি। আবারও ফ্রাঞ্চাইজি ফুটবল লিগ আয়োজনের কোনো পরিকল্পনা আছে কিনা জানতে চাইলে ইমরুল হাসান বলেন, ‘ফ্রাঞ্চাইজি লিগ আয়োজন সম্ভব তবে সেক্ষেত্রে করপোরেট হাউসগুলোকে এগিয়ে আসতে হবে। তখন দেশের অনেক ঐতিহ্যবাহী ক্লাবই হয়তো এর বাইরে থাকবে। তবে দেশের ফুটবলে কিছুটা পরিবর্তন ফ্রাঞ্চাইজি লিগ দিয়ে আসতে পারে’।

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার