ঢাকা, বাংলাদেশ   বুধবার ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

শিশু-কিশোর বৈশাখী ফুটবল টুর্নামেন্ট

প্রথম আসরে ক্ষুদে ফুটবলারদের টিম ভ্যালেন্সিয়ার বাজিমাত

প্রকাশিত: ২৩:২১, ২৯ এপ্রিল ২০২৫; আপডেট: ২৩:২৮, ২৯ এপ্রিল ২০২৫

প্রথম আসরে ক্ষুদে ফুটবলারদের টিম ভ্যালেন্সিয়ার বাজিমাত

শিশু-কিশোর বৈশাখী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনের একটি মুহূর্ত

নরসিংদীর ঘোড়াশালের পলাশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড অঞ্চলটি যুগে যুগে প্রচুর মেধাবী ও মানসম্পন্ন ফুটবলার জন্ম দিয়েছে। কিন্তু কালের পরিক্রমায় এই প্রক্রিয়ায় বেশ ভাটা পড়ে। এই অবস্থা নিরসনের জন্য ২০১২ সালে একটি ফুটবল একাডেমি প্রতিষ্ঠা করা হয়। যার নাম পিডিবি (পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড) ফুটবল একাডেমি।

গত ২৬ ও ২৭ এপ্রিল এই একাডেমির আয়োজনে ৫-১৩ বছর বয়সী শিশু-কিশোরদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে “শিশু-কিশোর বৈশাখী ফুটবল টুর্নামেন্ট”। অংশ নিয়েছে তিনটি দল। দলগুলোর নামকরণ করা হয়েছে বিশ্বখ্যাত স্প্যানিশ লিগের তিনটি সেরা ক্লাবের নামে।

অংশ নেয়া তিন দল

জাঁকজমকভাবে আয়োজিত প্রথম এই আসরে বাজিমাত করেছে টিম ভ্যালেন্সিয়া এফএ। রানার্সআপ হয়েছে টিম এফসি বার্সেলোনা। আর অনুমিতভাবেই তৃতীয় হয়েছে টিম রিয়াল মাদ্রিদ। ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্র খেলার মাঠে অনুষ্ঠিত এই টুর্নামেন্ট হয়েছে সিঙ্গেল লিগ পদ্ধতিতে।

শেষ ম্যাচে (যা ছিল টুর্নামেন্টের অলিখিত ফাইনাল) ভ্যালেন্সিয়া ২-০ গোলে বার্সেলোনাকে হারায়। বিজয়ী দলের মাফি ও নাফিজ ১টি করে গোল করে। বার্সেলোনার নাফিজ একাই দু’টি ব্যক্তিগত পুরস্কার লাভ করে। সেটি হচ্ছে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ও টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার (৩ গোল) পুরস্কার। ভ্যালেন্সিয়ার তামিম হয় টুর্নামেন্টের সেরা গোলরক্ষক। চ্যাম্পিয়ন দল ট্রফি পায়। এছাড়া দলের প্রত্যেক খেলোয়াড়কে দেয়া হয় ১টি করে সুদৃশ্য প্লেট। বাইলজ অনুযায়ী টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ হয় ৫০ মিনিটের (১০ মিনিট বিরতি)। এক দলের হয়ে মাঠে নামে ৯ জন করে।

টুর্নামেন্টে খেলা পরিচালনার মতো দুরূহ কাজটি যারা করেছেন, তারা হলেন : রেফারি-আবুল কালাম আজাদ, সহকারী রেফারি সিফাত, হৃদয়, সোহেল ও সানাউল্লাহ। এছাড়া প্রতিটি খেলার প্রাণবন্ত ধারাভাষ্য দিয়ে উপস্থিত দর্শকদের যারা বিনোদিত করেছেন, তারা হলেন : জাহাঙ্গীর হোসেন, ফারুক হোসেন, আতিক উল্লাহ ও শাহরিয়ার সুমন। টুর্নামেন্টের উদ্বোধন করেন আবুল বাশার (পিডিবি ফুটবল একাডেমির উপদেষ্টা ও ঘোবিকে’র নির্বাহী প্রকৌশলী)।সভাপতিত্ত্ব করেন মাজহারুল হক সেতু (পিডিবি ফুটবল একাডেমির সভাপতি)। টুর্নামেন্টের প্রধান অতিথি ছিলেন মনির হোসেন (সিইও এবং প্রধান প্রকৌশলী, ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্র)।

টুর্নামেন্টের প্রথম আসরের শিরোপাজয়ী টিম ভ্যালেন্সিয়া

বিশেষ অতিথি ছিলেন : দুলাল হোসেন (বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য),শফিকুল ইসলাম (ব্যবস্থাপক, সংরক্ষণ, চতুর্থ ইউনিট রি-পাসওয়ার্ড, সিসিপিপি, ঘোবিকে), মো. মনিরুজ্জামান (স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক), আসাদুজ্জামান বাবুল (বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের আন্তর্জাতিক সম্পাদক)।

হাঁটি হাঁটি পা পা করে একাডেমিতে এ পর্যন্ত পিডিবি ফুটবল প্রশিক্ষণার্থীর সংখ্যা ৪০। একাডেমির ভর্তি ফি মাত্র ১০০ টাকা। মাসিক বেতন ২০০ টাকা। সপ্তাহে ছয় দিন তাদের প্রশিক্ষণ দেয়া হয়। একাডেমির প্রশিক্ষণ দেয়া হয় ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্র খেলার মাঠে। একাডেমির কোচ নুরুজ্জামান ভুঁইয়া শফিক এবং সংগ্রাম চন্দ। মাসুম মিয়া দায়িত্ব পালন করছেন সহকারী কোচের। গোলরক্ষক কোচ মফিজুল ইসলাম লিটু। আগামী দিনের জন্য দক্ষ-কুশলী ফুটবলার গড়ে তোলা এবং শারীরিক সুস্থতা ও মানসিক বিকাশ সাধন করাই হচ্ছে পিডিবি ফুটবল একাডেমির লক্ষ্য-উদ্দেশ্য।

রুমেল/আশিক

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার