
ক্রিকেটে আবাহনীর আরেকটি সাফল্য
ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)-এ টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলো আবাহনী লিমিটেড। সুপার লিগের শেষ রাউন্ডে অলিখিত ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ৬ উইকেটে হারিয়ে হ্যাটট্রিক শিরোপা ঘরে তোলে মোসাদ্দেক হোসেন সৈকতের দল।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই শিরোপা নির্ধারক ম্যাচে প্রথমে ব্যাট করে মোহামেডান তোলে ২৪০ রান। নিষেধাজ্ঞার কারণে অনুপস্থিত ছিলেন অধিনায়ক তাওহীদ হৃদয়, ফলে দলকে নেতৃত্ব দেন রনি তালুকদার। ওপেনিংয়ে রনি ও তৌফিক খান তুষারের ৫০ রানের জুটি দলকে ভালো শুরু এনে দিলেও মাঝের ওভারে দ্রুত উইকেট হারায় মোহামেডান। ফরহাদ হোসেন করেন ৪২ রান, এরপর মাহমুদউল্লাহ রিয়াদ ও আরিফুল ইসলাম মিলে গড়েন ১১৪ রানের জুটি। দুজনই থামেন ৫০ রানে। শেষ পাঁচ ওভারে মাত্র ২৬ রান আসে, ইনিংস থামে ২৪০ রানে।
আবাহনীর হয়ে বল হাতে মোসাদ্দেক হোসেন সৈকত ও মৃত্যুঞ্জয় চৌধুরী নেন দুটি করে উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় আবাহনী। শাহরিয়ার কমল ও এসএম মেহেরব দ্রুত আউট হলেও জিশান আলমের ৫৫ রানের ইনিংস ও পারভেজ ইমনের ২৮ রানের সহযোগিতায় ভিত্তি তৈরি করে নেয় দলটি। এরপর অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত (৭৮*) ও মোহাম্মদ মিঠুন (৬৬*) জয় নিশ্চিত করেন ৯.২ ওভার হাতে রেখেই।
এই জয়ে ১৬ ম্যাচে ১৪ জয় ও ২৮ পয়েন্ট নিয়ে নিজেদের ২৪তম শিরোপা জিতল আবাহনী লিমিটেড, গড়ল টানা তিনবার শিরোপা জয়ের কীর্তি।
মিরাজ/এসএফ