ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৯ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

উৎসবের জোয়ারে ভাসছে লিভারপুল

জিএম মোস্তফা

প্রকাশিত: ০০:৪৭, ২৯ এপ্রিল ২০২৫

উৎসবের জোয়ারে ভাসছে লিভারপুল

বিশ্বে ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ও দামি ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের উল্লাস লিভারপুলের ফুটবলারদের

ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা যে এবার লিভারপুলের শোকেসেই উঠতে যাচ্ছে তা আরও আগেই নিশ্চিত হয়ে যায়। রবিবার সম্পন্ন হয়ে গেল বাকি থাকা আনুষ্ঠানিকতাও। আর্নে স্লটের শিষ্যরা ৫-১ গোলে টটেনহ্যাম হটস্পারকে রীতিমতো গুঁড়িয়েই দেয়। আর তাতেই ২০১৯-২০ মৌসুমের পর আবারও ইংলিশ প্রিমিয়ার লিগের শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার করে লিভারপুল। তাও আবার এনফিল্ডে; নিজেদেরই সমর্থকদের সামনে। যেন ঠিক লাল সমুদ্রে ভার্জিল-সালাহদের শিরোপা উৎসব।

স্বপ্নের ট্রফি উঁচিয়ে ধরতে এর চেয়ে ভালো উপলক্ষ যেন আর হয় না! টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে এই জয়ের সৌজন্যে প্রিমিয়ার লিগে সর্বোচ্চ ২০বার চ্যাম্পিয়ন হওয়া ম্যানচেস্টার ইউনাইটেডের রেকর্ডেও ভাগ বসায় লিভারপুল। ১৩বার চ্যাম্পিয়ন হয়ে তাদের পরে রয়েছে আর্সেনাল। এছাড়া, ১০ এবং ৯বার করে প্রিমিয়ার লিগের ট্রফি জিতে সর্বোচ্চ চ্যাম্পিয়ন হওয়ার তালিকার চার ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে ম্যানচেস্টার সিটি আর এভারটন। 
মাত্র ১ পয়েন্ট পেলেই লিগ শিরোপা জয়ের উৎসব করবে লিভারপুল। এমন সমীকরণ নিয়েই রবিবার এনফিল্ডে টটেনহ্যাম হটস্পারকে আতিথ্য দেয় আর্নে স্লটের দল। ২৪ থেকে ৩৪-এই ১০ মিনিটের মধ্যেই ২ গোল করে লিভারপুল সমর্থকদের নিশ্চিত শিরোপা উদযাপনটাকে যেন কেবলই সময়ের ব্যাপার করে ফেলে। 
৩৫ বছর পর এনফিল্ড স্টেডিয়ামে লিভারপুল আবারও শীর্ষে উঠে টটেনহ্যামকে গোলবন্যায় ভাসিয়ে। এই জয়ের পর ৩৪ ম্যাচে লিভারপুলের সংগ্রহে দাঁড়ায় ৮২ পয়েন্ট। সমান ম্যাচে দুইয়ে থাকা আর্সেনালের পয়েন্ট ৬৭। অর্থাৎ বাকি থাকা চার ম্যাচ জিতলেও লিভারপুলকে স্পর্শ করতে পারবে না গানাররা। দীর্ঘ ৩০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ২০১৯-২০ মৌসুমে লিগ শিরোপা জিতেছিল জার্গেন ক্লপের দল। কিন্তু সেবার সমর্থকরা উৎসব করতে পারেনি করোনা মহামারির কারণে।

এবারের উচ্ছ্বাসটা ছিল তাই বাঁধভাঙা! কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম মৌসুমেই লিভারপুলকে লিগ শিরোপা জিতিয়ে নিজেকেও ইতিহাসের পাতায় ঢুকিয়ে দিলেন আর্নে স্লট। এদিন লিভারপুলের চতুর্থ গোলটি করে ইংল্যান্ডে বিদেশী খেলোয়াড় হিসেবে সর্বোচ্চ গোলদাতার তালিকায় আর্জেন্টাইন সার্জিও অ্যাগুয়েরোকে টপকে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেলেন মোহাম্মদ সালাহ।

×