ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৯ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০০:৪৫, ২৯ এপ্রিল ২০২৫

লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ

পিএসজি অধিনায়ক মারকুইনহোস

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের লড়াই শুরু হচ্ছে আজ থেকে। প্রথম সেমিফাইনালে আজ মাঠে নামবে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের দুই জায়ান্ট আর্সেনাল এবং প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। শেষ চারের প্রথম লেগে বাংলাদেশ সময় রাত ১টায় এমিরেটস স্টেডিয়ামে প্যারিস জায়ান্টদের আতিথ্য দিবে গানাররা।   
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নতুন ফরম্যাটে চলতি মৌসুমের শুরু থেকেই অঘটন ঘটিয়েছে প্যারিসের দলটি। ত্রাস হয়ে উঠেছে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর কাছে। শেষ ষোলোয় রীতিমতো উড়তে থাকা লিভারপুলকে বিদায় করে তারা। শুধু তাই নয়? কোয়ার্টার ফাইনালে আরেক ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলারও বিদায়ঘণ্টা বাজায় লুইস এনরিকের দল। এবার সেমিফাইনালে তাদের সামনে বাধা ইংল্যান্ডেরই আরেক ক্লাব আর্সেনাল। লুইস এনরিকের অধীনে দুর্দান্ত গতিতে ছুটতে থাকা দেম্বেলে-হাকিমিরা স্বপ্ন দেখছে গানারদের জয়রথ থামিয়ে ফাইনালের টিকিট কাটতে।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ের জন্য গত কয়েক বছর ধরেই স্বপ্ন বুনছে প্যারিসের ক্লাবটি। সেজন্য মেসি-নেইমার-এমবাপের মতো বাঘা বাঘা তারকাকে দলে ভিড়িয়েও চেষ্টা করেছে তারা। কিন্তু কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করেও সেই লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হয় পিএসজি। তবে এবার তুলনামূলকভাবে কম তারকা খেলোয়াড়দের নিয়েই দুর্দান্ত খেলছে লুইস এনরিকের দল।
অন্যদিকে আর্সেনালও চলতি মৌসুমের শুরু থেকে নিজেদের জাত চেনাচ্ছে। ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের কাছে শিরোপা হাতছাড়া করলেও দুইয়ে থেকে মৌসুম শেষ করতে যাচ্ছে মাইকেল আর্তেতার দল। ইউরোপসেরার টুর্নামেন্টেও অপ্রতিরোধ্য গতিতে ছুটছে তারা। সর্বশেষ কোয়ার্টার ফাইনালে বিদায়ঘণ্টা বাজিয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদকে। যারা চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়ন। শুধু তাই নয়? টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ চ্যাম্পিয়নও কার্লো আনচেলত্তির দল।

সেই রিয়ালকে বিদায় করেই সেমিফাইনালের টিকিট কাটা আর্সেনাল এবার পিএসজি বধেও প্রস্তুত। স্বপ্নের ফর্মে রয়েছেন ডেক্লান রাইস। এছাড়া, তরুণ তুর্কি বুকায়ো সাকা, লেউয়িস- স্কেলিরাও আছেন দারুণ ছন্দে। প্রিমিয়ার লিগ হাতছাড়া হওয়ার পরে চ্যাম্পিয়ন্স লিগই এখন পাখির চোখ মাইকেল আর্তেতার শিষ্যদের। তবে পিএসজি বাধা অতিক্রম করতে পারবে কী আর্সেনাল। সেই পথে প্রথম পরীক্ষাটা আজই দিতে হবে নিজেদের মাঠে।

×