ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৯ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

মোহামেডান-আবাহনী ‘শিরোপা’ লড়াই আজ

শাকিল আহমেদ মিরাজ

প্রকাশিত: ০০:৪১, ২৯ এপ্রিল ২০২৫

মোহামেডান-আবাহনী ‘শিরোপা’ লড়াই আজ

ঢাকা প্রিমিয়ার লিগ  ক্রিকেটে আগের ম্যাচে মোহামেডানকে লাইফ সাপোর্ট থেকে বাঁচানো নাসুম আহমেদের

আশি, নব্বইয়ের দশকে ঢাকা প্রিমিয়ার ক্রিকেটের শিরোপা নির্ধারিত হতো আবাহনী- মোহামেডান ম্যাচ দিয়ে। কেউ কারে ছাড়ে নারেÑ সমানে সমান, সেটা যেন অলিখিত নিয়মে পরিণত হয়েছিল। কোথায় হারাল সেই দিনগুলো, আজ আর নেই...। আবাহনী দাপট ধরে রাখলেও গত দেড় দশকে ক্রমশ পিছিয়ে পড়ে মোহামেডান। অবশেষে ফিরে এলো সেই রোমাঞ্চ! হোম অব ক্রিকেট মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে সুপার লিগের ফিরতি ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে দুই জায়ান্ট।

ডিপিএলের ‘ডিফেন্ডিং’ চ্যাম্পিয়ন আবাহনীর ২৪, না মোহামেডানের ১০তম শিরোপা? পঞ্চাশ ওভারের ম্যাচে তারই ফয়সালা। স্ফূলিঙ্গ ছড়িয়ে পড়েছে চারপাশে। আম্পায়ারের সঙ্গে বাজে আচরণ ও একের পর এক অনাকাঙ্খিত ঘটনায় মোহামেডান অধিনায়ক তাওহিদ হৃদয়ের নিষেধাজ্ঞা তৈরি করেছে বাড়তি উত্তেজনা। যদিও ২ পয়েন্ট এগিয়ে কিছুটা আপার-হ্যান্ডে মোসাদ্দেক হোসেন সৈকতের আবাহনী। 
লিগ পর্ব আর সুপার লিগ মিলিয়ে ১৫ ম্যাচে আবাহনীর পয়েন্ট ২৬। অন্যদিকে সমান ম্যাচে মোহামেডানের পয়েন্ট ২৪। অর্র্থাৎ মোহামেডানের চেয়ে আবাহনী ২ পয়েন্ট এগিয়ে। আজ যদি জিতে যায়, তাহলে ৪ পয়েন্ট বেশি নিয়ে তারাই চ্যাম্পিয়ন হবে। এমনকি ম্যাচ ‘টাই’ কিংবা বৃষ্টিতে পরিত্যক্ত হলেও পয়েন্ট ভাগাভাগি করে শিরোপা জিতবে আবাহনী লিমিটেড। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী সেই সম্ভাবনাও থাকছে। আর মোহামেডান জিতলে তাদের পয়েন্ট হবে সমান ২৬। তখন ‘হেড টু হেড’ হিসাব হবে। এবারের ডিপিএলের রবিন লিগ এবং সর্বশেষ সুপার লিগে দুই দেখায় দুবারই আবাহনীকে হারিয়েছে মোহামেডান।

সুতরাং আজ জিতলে ১৫ বছর পর শিরোপা ফিরে পাবে সাদা-কালো শিবির। হ্যাঁ জিততেই হবে। অন্য কোনো সমীকরণ নেই। এই মিরপুরেই সুপার লিগে তারা জিতেছিল ৩৯ রানে। ১১৪ রানের অনবদ্য এক ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছিলন আনিসুল ইসলাম। সেদিন ৮০ রানের ইনিংস খেলে জিম্বাবুয়ে সিরিজের জন্য লিগ ছেড়ে জাতীয় দলে যোগ দেন আবাহনী অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। একই কারণে মুমিনুল হককেও পাচ্ছেন না মোসাদ্দেক। পিএসএল খেলতে পাকিস্তানে চলে গেছেন গতি তারকা নাহিদ রানা।  ফলে শিরোপা ধরে রাখতে চাইলে মোহাম্মদ মিথুন-জিসান আলমদের নিতে হবে বাড়তি দায়িত্ব।  
বোলিংয়ে অবশ্য ভাল ছন্দে আছেন রাকিবুল হাসান। আসরের সর্বোচ্চ ৩০ উইকেট নিয়েছেন বাঁহাতি এ স্পিনার। অফস্পিনে মোসাদ্দেকের শিকার দ্বিতীয় সর্বোচ্চ ২৮ উইকেট। আবাহনীর সামনে তৃতীয় হ্যাটট্রিক শিরোপার হাতছানি। এর আগে ২০১৮-২০২০ এবং ২০০৭-২০০৯ মৌসুমে হ্যাটট্রিক শিরোপা জিতেছিল ঐতিহ্যবাহী দলটি। লিগের বর্তমান চ্যাম্পিয়নরা রেকর্ড সর্বোচ্চ ২৩ বার জিতেছে এই শিরোপা। বিপরীতে মোহামেডান জিতেছে নয়বার। গত মৌসুমে আবাহনী শিরোপা জিতেছিল।

মোহামেডান হয়েছিল রানার্সআপ। এবার কার মুখে হাসি ফোটে সেটাই দেখার। মোহামেডান ঢাকা প্রিমিয়ার লিগের শেষ শিরোপা জিতেছিল ২০০৯-১০ মৌসুমে। বিমান বাংলাদেশকে হারিয়ে মতিঝিল পাড়ার ক্লাবটি শিরোপা পেয়েছিল। এর পর দুইবার কেবল রানার্সআপ হয়েছিল। বাকিটা সময়ে শিরোপার কাছেও যেতে পারেনি। লম্বা সময় পর তাদের শিরোপার হাতছানি। সেজন্য আবাহনীকে আজ হারাতেই হবে তাদের।

তবে কাজটা সহজ হবে না। কারণ চার ম্যাচ নিষিদ্ধ হওয়ায় নেই অধিনায়ক তাওহিদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলতে লিগ ছেড়েছেন মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলামের মতো  ক্রিকেটার। ব্যাটিংয়ে বাড়তি দায়িত্ব থাকবে রনি তালুকদার ও মাহমুদুল্লাহ রিয়াদের ওপর। 
গাজি গ্রুপের বিপক্ষে আগের ম্যাচে শেষ ওভারে চার ছক্কায় ৪ উইকেটের নাটকীয় জয়ে মোহামেডানকে শিরোপার রেসে টিকিয়ে রাখা নাসুম আহমেদ (১৩ বলে অপরাজিত ২১) আর ব্যাটে-বলে দুরন্ত নৈপুণ্যে সেদিনের জয়ের নায়ক পেস-অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের (অপরাজিত ৩০ রান ও ৩ উইকেট) দিকে তাকিয়ে থাকবে দল।

×