ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৯ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে তাইজুলের ঘূর্ণিতে ম্যাচে ফিরল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২১:০৯, ২৮ এপ্রিল ২০২৫

চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে তাইজুলের ঘূর্ণিতে ম্যাচে ফিরল বাংলাদেশ

চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে দুর্দান্ত সূচনা করলেও শেষ বিকেলে তাইজুল ইসলামের স্পিন জাদুতে চাপে পড়ে যায় জিম্বাবুয়ে। নির্ধারিত ৯০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৭ রান তুলতে সক্ষম হয় সফরকারীরা। বাংলাদেশের হয়ে পাঁচটি উইকেট তুলে নিয়ে দিনটি রাঙান বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।

সোমবার (২৮ এপ্রিল) টস জিতে প্রথমে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে। দুই ওপেনার ব্রায়ান বেনেট ও বেন কুরান দলের জন্য দারুণ শুরু এনে দেন। তবে ইনিংস বড় করতে পারেননি কেউই। ৩৩ বলে ২১ রান করে অভিষিক্ত পেসার তানজিম সাকিবের প্রথম শিকার হন বেনেট। এরপর ৫০ বলে ২১ রান করে ফেরেন কুরান।

এরপর অভিজ্ঞ শন উইলিয়ামস ও নিকোলাস ওয়েলচ মিলে দলকে এগিয়ে নেন। ১০৭ বলে ফিফটি তুলে নেন ওয়েলচ, তবে কিছুক্ষণ পর আহত হয়ে মাঠ ছাড়েন তিনি। অন্যদিকে উইলিয়ামস ১১৪ বলে ফিফটি পূর্ণ করেন। পরে ১৬৬ বলে ৬৭ রানের ইনিংস খেলে তাইজুলের শিকার হন উইলিয়ামস, আর সেখান থেকেই ম্যাচে ফিরে আসে বাংলাদেশ।

মাঝখানে ওয়েসলি মাধেভেরে (১৫) ও টাফাডজোয়া সিগা কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও সফল হননি। এরপর একে একে ফিরে যান ওয়েলিংটন মাসাকাদজা (৬), রিচার্ড এনগারাভা (০) ও ভিনসেন্ট মাসেকেসা (৮)। শেষ দিকে মাঠে ফিরে আসেন নিকোলাস ওয়েলচ, তবে দিনের শেষ বলে তাকেও ফিরিয়ে নিজের ফাইফার পূর্ণ করেন তাইজুল ইসলাম। ওয়েলচ করেন ৫৪ রান।

বাংলাদেশের হয়ে তাইজুলের ৫ উইকেট ছাড়াও নাইম হাসান নেন দুটি এবং তানজিম সাকিব নেন একটি উইকেট।

প্রথম দিন শেষে বলা যায়, রোডেশিয়ানরা দাপট দেখালেও শেষ হাসি হাসে টাইগাররা।

এসএফ 

×