
অতিথিরা প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন
সরকারি শারীরিক শিক্ষা কলেজ, ঢাকার আয়োজনে এবং বাংলাদেশ ভলিবল ফেডারেশনের তত্ত্বাবধানে অনুষ্ঠিত পাঁচ দিনব্যাপী ভলিবল রেফারি প্রশিক্ষণ কোর্স-২০২৫ সফলভাবে সম্পন্ন হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) দুপুরে সরকারি শারীরিক শিক্ষা কলেজ, ঢাকার অডিটোরিয়ামে কোর্সটির সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. মুমিনুল হাসান। প্রশিক্ষণার্থী সাখাওয়াত হোসেন ও আসমা তাহসিন তামান্নার যৌথ সঞ্চালনায় অতিথিরা প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তরের ক্রীড়া পরিচালক (যুগ্ম সচিব) মো. মোস্তফা জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভলিবল রেফারিজ কমিটির সাধারণ সম্পাদক শেখ রাসেল হাসান।
এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোর্স কো-অর্ডিনেটর ও সরকারি শারীরিক শিক্ষা কলেজের প্রভাষক মো. আব্দুল বারী, কোর্স প্রশিক্ষক আন্তর্জাতিক ভলিবল রেফারি হুমায়ূন মোর্শেদ, কোর্স পরিচালক জাতীয় ভলিবল রেফারি মো. শহীদুল ইসলাম এবং কলেজের প্রভাষক আতিকুর রহমান, পল্লবী দে, ছালাউদ্দিন খান, হাফিজুল ইসলাম, জেসমিন আক্তার ও আলামিন আকন প্রমুখ।
কোর্সটির মাধ্যমে ভলিবল রেফারিংয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে প্রশিক্ষণার্থীরা হাতে-কলমে অভিজ্ঞতা লাভ করেন। ভবিষ্যতে দেশের ভলিবল খেলার মান উন্নয়নে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত প্রকাশ করেন অতিথিরা।
এসএফ