
কোপা দেল রে ফাইনালে রেফারির দিকে বরফ ছুড়ে মারা
কোপা দেল রে ফাইনালে রেফারির দিকে বরফ ছুড়ে মারায় বড় শাস্তির মুখে পড়েছেন রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার অ্যান্টোনিও রুডিগার। স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর, তাকে ৪ থেকে ১২ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হতে পারে। এমনকি মাসের হিসেবে নিষেধাজ্ঞাও হতে পারে।
ম্যাচের শেষদিকে এমবাপ্পের ওপর ফাউলের সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে রেফারির দিকে বরফ ছুড়ে দেন রুডিগার। এ কারণে তিনি লাল কার্ড দেখেন। একই সঙ্গে লুকাস ভাসকেজ ও জুড বেলিংহ্যামও লাল কার্ড পান।
স্প্যানিশ ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি কমিটি বিষয়টি তদন্ত করবে। নিয়ম অনুযায়ী, রেফারিকে উদ্দেশ করে কিছু নিক্ষেপের সর্বোচ্চ শাস্তি ১২ ম্যাচের নিষেধাজ্ঞা।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষমা চেয়েছেন রুডিগার। তিনি লেখেন, আমার আচরণের কোনো অজুহাত নেই। আমি দুঃখিত।
এসএফ