
সংবাদ সম্মেলনে বেন কারেন
সিলেটে দারুণ এক জয়ের পর এবার বাংলাদেশকে হোয়াইটওয়াশ করার স্বপ্ন দেখছে জিম্বাবুয়ে। চট্টগ্রামে সোমবার শুরু সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। গতকাল অনুশীলনের পর সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন বেন কারেন। সফরকারী ওপেনার বলেন,‘আমরা ঠিক প্রক্রিয়ায় থাকার চেষ্টা করব। কন্ডিশন সিলেটের চেয়ে ভিন্ন হবে এখানে, ফলে আমাদের মানিয়ে নিতে হবে। প্রস্তুত হওয়ার জন্য হাতে খুব সময় নেই। ভিন্ন চ্যালেঞ্জ এখানে। তবে সেসবের জন্য মুখিয়ে আছি। বাংলাদেশকে হোয়াইটওয়াশ করার ব্যাপারে আমরা খুবই আত্মবিশ্বাসী।’
কারেন যোগ করেন,‘অবশ্যই জয় সবসময়ই আপনাকে আত্মবিশ্বাস দেবে। সিলেট টেস্ট থেকে আমরা সবাই শিক্ষা নিয়েছি। আলাদা করে সবাই নিজেদের ব্যাপারেও অনেক কিছু শিখেছে।’ চট্টগ্রাম টেস্টের পিচ নিয়ে বেন কারেন জানিয়েছেন, ‘পিচ কাভারে ঢাকা ছিল। তাই দেখতে পারিনি (হাসি)। তবে এটা অনেক ভিন্ন ধরনের হবে, তা নিশ্চিত। আগে অনেকে খেলেছে এখানে। দ্রুত মানিয়ে নিতে হবে আমাদেরকে।’ দুই ভাই- ২৬ বছরের স্যাম কারেন ও ৩০ বছরের টম কারেন খেলেন ইংল্যান্ডের হয়ে।
সেখানে বেন কারেন বেছে নিয়েছেন তার বাপ-দাদার দেশ জিম্বাবুয়েকে। এ নিয়ে কথা বলেছেন বাংলাদেশ সফরে আসা ২৮ বছর বয়সি বাঁহাতি এ ব্যাটার। ‘অবশ্যই, এটা আমার জন্য একটা অর্জন। দারুণ কিছু স্মৃতি আছে জিম্বাবুয়ে দলের হয়ে। আমি কেবল চেষ্টা করে যাচ্ছি জিম্বাবুয়ের হয়ে আমার সেরাটা দিয়ে যাওয়ার এবং উপভোগ করার।’