
গত কয়েকদিন অনুশীলনে নিজেদের ভালোভাবেই ঝালিয়ে নিয়েছে লিভারপুলের খেলোয়াড়রা
কোনো রকমভাবে হার এড়াতে পারলেই হয়। জয় পেলে তো কথাই নেই। চার ম্যাচ আগেই ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা নিশ্চিত করে ফেলবে লিভারপুল। টটেনহ্যামের বিপক্ষে আজ ড্র করলেও শিরোপা উদ্যাপনে কেনো বাধা নেই অলরেডদের। কেননা, লিভারপুলের যে প্রয়োজন কেবলমাত্র ১ পয়েন্ট।
টটেনহ্যামের বিপক্ষে লিভারপুলের ম্যাচটি অনুষ্ঠিত হবে আজ বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায়; নিজেদেরই মাঠ এনফিল্ডে। এমন উপলক্ষ কী আর খুব সহজে পাওয়া যায়? নিজেদের সমর্থকদের নিয়ে প্রিমিয়ার লিগ শিরোপা পুনরুদ্ধারের সুযোগ তাই কোনোভাবেই হারাতে চায় না আর্নে স্লটের দল।
টটেনহ্যামের বিপক্ষে জয় কিংবা ড্র করলে আজ আরও একটি মাইলফলক স্পর্শ করবে লিভারপুল। প্রিমিয়ার লিগে সর্বোচ্চ ২০ বারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেডের রেকর্ডে ভাগ বসাবে ভার্জিল-সালাহরা। ১৯বার লিগ শিরোপা জিতে এই মুহূর্তে তালিকার দুইয়ে রয়েছে লিভারপুল। ১৩ এবং ১০বার করে চ্যাম্পিয়ন হয়ে এই তালিকার তিন ও চারে অবস্থান করছে যথাক্রমে আর্সেনাল ও ম্যানচেস্টার সিটি। সর্বশেষ সাত মৌসুমের মধ্যে ছয়বারই লিগ শিরোপা জয়ের নজির গড়েছিল পেপ গার্দিওলার দল। এর মধ্যে ২০১৯-২০ মৌসুমে কেবল সিটিনেজদের হটিয়ে লিগ শ্রেষ্ঠত্ব নিজেদের করে নিয়েছিল জার্গেন ক্লপের শিষ্যরা।
পাঁচ বছর পর আবারও লিগ শিরোপা জয়ের স্বাদ পেতে যাওয়া লিভারপুলে এখন রীতিমতো উৎসবের আমেজ। হওয়াটাই তো স্বাভাবিক। কেননা, বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এর বিধিনিষেধের কারণে ২০১৯-২০ মৌসুমে ক্লাবটির ভক্ত-সমর্থকরা শিরোপা উদ্যাপন করতে পারেনি। সেই ভয়াবহ ভাইরাসের কারণে তখন স্টেডিয়ামে দর্শকদের প্রবেশ নিষিদ্ধ ছিল। ফলে ৩০ বছরের মধ্যে প্রথমবার লিগ শিরোপা পুনরুদ্ধারের সেই উদ্যাপন হয়েছিল দর্শকশূন্য স্টেডিয়ামে।
তাই এবার ভক্ত-সমর্থকদের নিয়ে শিরোপা উদ্যাপন করাটাকে নিজেদের শুধু দায়িত্ব নয় বরং ‘বড় দায়বদ্ধতা’ও বলে মনে করছেন লিভারপুল কোচ। এ প্রসঙ্গে আর্নে স্লট বলেন, ‘সর্বপ্রথম এটা আমাদের জন্য একটা বড় দায়বদ্ধতা। কারণ, এর আগে যখন আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম তখন ছিল করোনাকাল; এ বিষয়টি নিয়ে তাই আমরা সকলেই বেশ সতর্ক। এখন আমাদের সবারই চোখ রবিবারে (আজ)।
কিন্তু আমরা জানি যে, আমাদের কাজ এখনো বাকি আর সেটা হলো ১ পয়েন্ট নিশ্চিত করা। আশা করি এবং আমাদের সমর্থকরাও জানেন যে, শিরোপা জয়ের জন্য কীভাবে তারা আমাদেরকে সম্ভাব্য সর্বোচ্চটা দিয়েই সমর্থন জোগাবেÑ ঠিক পুরো মৌসুম জুড়েই যেমনটা দিয়ে এসেছে।’
জার্গেন ক্লপের উত্তরসূরি হিসেবে লিভারপুলে যোগদানের পর লিগে মাত্র ২টি ম্যাচে হেরেছে আর্নে স্লটের দল। বাকি ৩৩ ম্যাচ থেকে ২৪ জয়ে অলরেডদের সংগ্রহে এখন ৭৯ পয়েন্ট। আজ জিতলে তা বেড়ে দাঁড়াবে ৮২। ড্র করলে হবে ৮০। ৩৪ ম্যাচ থেকে এই মুহূর্তে ৬৭ পয়েন্ট নিয়ে আর্সেনালের অবস্থান দুই। অর্থাৎ বাকি থাকা চার ম্যাচ জিতলেও লিভারপুলকে স্পর্শ কিংবা ছাঁড়াতে পারবে না গানাররা। এদিকে, টটেনহ্যামের অবস্থান এবার খুব বাজে।
৩৩ ম্যাচ থেকে এখন পর্যন্ত ৩৭ পয়েন্ট নিয়ে টেবিলের ১৭ নম্বরে অবস্থান করছে স্পার্সরা। চলতি মৌসুমে ১৮ ম্যাচে হারের লজ্জার রেকর্ডও গড়েছে তারা। এনফিল্ডে ২০১১ সালের পর আর কোনো জয় নেই টটেনহ্যামের! নিজেদের মাঠে লিভারপুলের দাপট চলতি মৌসুমেও অব্যাহত। একটি মাত্র ম্যাচে হেরেছে তারা। এছাড়া বাকি ১৬ ম্যাচ থেকে ৪১ পয়েন্ট সংগ্রহ করেছে আর্নে স্লটের দল।