ঢাকা, বাংলাদেশ   রোববার ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

ব্যাটিংয়ে বাড়তি গুরুত্ব বাংলাদেশের

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০০:৫৯, ২৭ এপ্রিল ২০২৫

ব্যাটিংয়ে বাড়তি গুরুত্ব বাংলাদেশের

চট্টগ্রামে প্রথম দিনের অনুশীলনে এমন ফুরফুরে মেজাজেই ক্যামেরাবন্দি হন মুমিনুল-শান্তরা

দুই টেস্টের সিরিজের প্রথমটি হেরে গিয়ে বিপাকে পড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। সিলেটে হারের পর এখন চট্টগ্রামে জিততেই হবে সিরিজ বাঁচাতে হলে। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে জেতার জন্য ব্যাটারদের উন্নতির বিকল্প ভাবা যাচ্ছে না। অভিজ্ঞ মুশফিকুর রহিম টানা রান খরার মধ্যে আছেন। সর্বশেষ ১২টি ইনিংসে তিনি হাফ সেঞ্চুরি হাঁকাতে পারেননি। এর ধারাবাহিকতায় সিলেটেও উভয় ইনিংসে ৪ রান করে সাজঘরে ফিরেছেন।

এখন তার ব্যাটে রান দেখার আশায় স্বাগতিকরা। তবে তরুণ উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী অনিক মনে করছেন শুধু অভিজ্ঞ মুশফিকের ব্যাটের দিকে না তাকিয়ে তরুণ যারা আছে তাদেরও দায়িত্ব নিয়ে ব্যাট করতে হবে। সেই সঙ্গে বোলারদের দায়িত্ব অনেক বেশি। কারণ ম্যাচ জেতানোর মূলেই থাকেন বোলাররা। শনিবার চট্টগ্রামে প্রথম দিন বাংলাদেশ দল অনুশীলনে নামার আগে সংবাদ সম্মেলনে জাকের এসব কথা বলেন। 
প্রায় সাড়ে ৪ মাস পর দীর্ঘ পরিসরের টেস্ট ক্রিকেটে নেমে বেশ ঝামেলায়ই পড়েছে বাংলাদেশের ক্রিকেটাররা। টেস্ট ক্রিকেটে যে মেজাজে ব্যাটিং করতে হবে এবং বোলারদের দীর্ঘক্ষণ মানসিক স্থিতি নিয়ে যে লেন্থে বল করতে হবে তার সঙ্গে মানিয়ে নিতেই হয়েছে বড় সমস্যা। সেই সমস্যার জেরেই সিলেটে হওয়া প্রথম টেস্টে হেরে গেছে বাংলাদেশ। ১-০ ব্যবধানে পিছিয়ে থাকার পর এবার সমতা আনার চ্যালেঞ্জ। ক্রিকেটাররা সাগরিকায় প্রথম দিনের অনুশীলন করেছেন।

চট্টগ্রাম টেস্টে নামার আগে শুধু আজ আরেকদিন অনুশীলন করার সুযোগ রয়েছে। ঘরের মাটিতে টানা ৬ টেস্ট হেরেছে বাংলাদেশ। সে কারণে দর্শকরাও বিরক্ত হয়ে মাঠ বিমুখ হয়ে পড়েছেন। এ বিষয়ে জাকের বলেছেন,‘ভালো পারফর্ম্যান্স করা উচিত। ভালো পারফর্ম্যান্সের ওপর আর কিছু নেই। আমাদের সবার লক্ষ্য থাকবে ভালো পারফর্ম করা। যেহেতু সিনিয়র ক্রিকেটাররা যাবেন (অবসরে), স্বাভাবিকভাবেই তরুণ ক্রিকেটারদের মানিয়ে নিতে একটু সময় লাগতে পারে। আমার কাছে মনে হয় কয়েকদিন সময় লাগবে।

আর এটা রিকভার হয়ে যাবে।’ আর সেজন্যই মুশফিকের বর্তমান রান খরা নিয়ে খুব বেশি বিচলিত নয় বাংলাদেশ দল। যদিও টেস্টে ভালো করতে হলে অপরিহার্য এই নির্ভরযোগ্য মিডলঅর্ডারের রানে ফেরাটা খুব জরুরি। সিলেট টেস্টসহ সর্বশেষ ১২ ইনিংসে তিনি করেছেন- ৩, ২২*, ৮, ১৩, ১১, ৩৭, ১১, ৩৩, ০, ২, ৪ ও ৪ রান।

মুশফিকের এই ব্যর্থতা থাকলেও বাকিদের এখন দায়িত্ব নেওয়ার সময়। বিষয়টি নিয়ে জাকের বলেছেন,‘দলে তো উনি (মুশফিক) একা খেলছেন না। উনারই যে রান করতে হবে তা নয়, রান সবারই করতে হবে। হয়তো উনি করছেন না, এটা যে কারও সঙ্গেই হতে পারে।’ জিম্বাবুয়ের বিপক্ষে হারের পেছনে ব্যাটারদেরই বড় দায় দেখছেন জাকের। ধারাবাহিকভাবে বাংলাদেশের বোলাররা দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছেন। কিন্তু তিনি মনে করেন সবসময় বোলাররাই ম্যাচ জেতাবে না। জাকের বলেছেন,‘হার তো যে কোনো দলের বিপক্ষেই হতে পারে। 
আমাদের প্রক্রিয়া ঠিক থাকা উচিত, যার সঙ্গেই খেলি। ব্যাটিং নিয়েই মূলত আমি বলছি। ব্যাটিং আমাদের ভালো হয়নি এ কারণেই সংগ্রাম করছি। শট সিলেকশন কীভাবে আরও ভালো করা যায়। বেশিরভাগ ম্যাচ  বোলাররাই জেতায়। কিন্তু সবসময়  তো  বোলাররা  জেতাবে না।’

×