
অংশ নেওয়া ক্ষুদে সাঁতারুরা
কিশোরগঞ্জের নিকলী উপজেলায় অনুষ্ঠিত হয়েছে বয়সভিত্তিক সাঁতার প্রতিযোগিতা। আজ শনিবার (২৬ এপ্রিল) নিকলী উপজেলা পরিষদ পুকুরে প্রতিযোগিতা শেষে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেছেন নিকলী উপজেলা নির্বাহী অফিসার রেহানা মজুমদার মুক্তি।
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় এই সাঁতার প্রতিযোগিতার আয়োজন করেছে কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিস। সাঁতার প্রতিযোগিতায় ৮ ক্লাবের ৯০ সাঁতারু অংশ নিয়েছে। এদের মধ্যে বালিকা ৮ জন এবং বালক ৮২ জন। বয়সভিত্তিক অনুর্ধ-১৫ এবং অনুর্ধ-১২ বালক ও বালিকা ক্যাটাগরিতে মোট ১৬টি ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে।
সর্বোচ্চ ৭টি স্বর্ণ, ৩টি রৌপ্য এবং ১৬টি ব্রোঞ্জপদক নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে নিকলী সুইমিং ক্লাব। প্রতিযোগিতা শেষে প্রতিভাবান ৪০ খেলোয়াড় বাছাই করা হয়েছে। প্রতিভাবান এই খেলোয়াড়দের জেলা ক্রীড়া অফিসের আয়োজনে মাসব্যাপী প্রশিক্ষণের আয়োজন করা হবে বলে জানান কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসারা আল-আমিন।
রুমেল খান /রাজু