
ঢাকা ক্লাবে শুরু হয়ে প্রেসিডেন্ট কাপ স্নুকার
দেশের ফুটসাল, টেনিস, বিলিয়ার্ড এবং স্নুকারের মতো অনেক খেলার সুঁতিকাগার ঐতিহ্যবাহী ঢাকা ক্লাব। শাহবাগে দাঁড়িয়ে থাকা এই প্রতিষ্ঠান থেকেই অভিজাত খেলাগুলো ছড়িয়েছে দেশব্যাপী। সেই ধারাবাহিকতায় এবারও স্নুকার টুর্নামেন্টের আয়োজন করছে ক্লাবটি। দশ ক্লাবের ৪৩ খেলোয়াড়ের অংশগ্রহণে আজ শনিবার (২৬ এপ্রিল) থেকে শুরু হয়েছে ঢাকা ক্লাব প্রেসিডেন্ট কাপ স্নুকার।
প্রায় দুই লাখ টাকার প্রাইজমানি টুর্নামেন্টের উদ্বোধন করেছেন ক্লাবের প্রেসিডেন্ট আশরাফুজ্জামান খান (পুটন)। এ সময় ক্লাবের ডিরেক্টর আবদুর রহমান এবং টুর্নামেন্ট ডিরেক্টর ইব্রাহিম কাজুসহ অন্যরা উপস্থিত ছিলেন।
আট দিনব্যাপী টুর্নামেন্টে দুই লাখ টাকার প্রাইজমানি দেওয়া হবে। চ্যাম্পিয়ন এক লাখ, রানার্সআপ ৫০ হাজার, তৃতীয় ১৫ হাজার, চতুর্থ ১০ হাজার এবং সেরা একজন খেলোয়াড় পাবেন ২০ হাজার টাকা করে। ৩ মে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
রুমেল খান /রাজু