
সংবাদ সম্মেলনে কথা বলছেন জাকের
বয়স ৩৯-এর দোরগোড়ায়। আন্তর্জাতিক ক্রিকেটে ২০ বছরের দীর্ঘ পথচলা। বাংলাদেশের হয়ে গড়া বহু অর্জন ও রেকর্ড। তবু ক্যারিয়ারের পড়ন্তবেলায় এসে ব্যাট হাতে অভাবনীয় ব্যর্থতায় পড়েছেন মুশফিকুর রহিম। এমন খারাপ সময় তার দীর্ঘ ক্যারিয়ারে এর আগে খুব কমই দেখা গেছে।
সিলেট টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ইনিংসেই মাত্র ৪ রান করে সাজঘরে ফিরেছেন মুশফিক। এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ ম্যাচেও দুই ইনিংস মিলিয়ে মাত্র ২ রান করেছিলেন তিনি। টানা ব্যর্থতায় প্রশ্ন উঠছে তার ফর্ম নিয়ে, উদ্বেগ বাড়ছে দলেও।
তবে মুশফিকের পাশে দাঁড়িয়েছেন সতীর্থরা। আজ (শনিবার) চট্টগ্রামে সংবাদ সম্মেলনে দলের উইকেটরক্ষক-ব্যাটার জাকের আলি অনিক বলেন,দলে তো তিনি (মুশফিক) একা খেলছেন না। তারই যে রান করতে হবে, রান সবারই করতে হবে। হয়তো তিনি করছেন না, ঠিক আছে। যে কারও সঙ্গেই হতে পারে। তারই যে প্রতিদিন রান করতে হবে, এমন তো কোনো কথা নেই। সবারই রান করতে হবে।
পরিসংখ্যান বলছে, সবশেষ ১২ ইনিংসে মুশফিক কোনো ফিফটি করতে পারেননি। এ সময়ের মধ্যে একবারও ছুঁতে পারেননি ৪০ রানের মাইলফলক। দুই দশকের ক্যারিয়ারে এমন দীর্ঘ ব্যর্থতার ধাক্কা আর আসেনি তার জীবনে।
২০০৮ সালে ক্যারিয়ারের শুরুর দিকে টানা ১০ ইনিংসে কোনো ফিফটি ছিল না মুশফিকের। পরে ২০১৪-১৫ মৌসুমে টানা ১১ ইনিংসে ফিফটি করতে ব্যর্থ হন তিনি। তবে এবারের ব্যর্থতার পরিপ্রেক্ষিতে বিষয়টি আরও গুরুতর হয়ে দাঁড়িয়েছে, কারণ সামনে রয়েছে দেশের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট খেলার সম্ভাবনা।
সিলেট টেস্টের পর অধিনায়ক নাজমুল হোসেন শান্তও জানিয়েছেন, অভিজ্ঞ এই ব্যাটারের ওপর এখনো পূর্ণ আস্থা আছে দলের। যদিও মুশফিকের চলমান ব্যর্থতা দলকে বড় পরীক্ষার মুখে ফেলছে।
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল এই ব্যাটসম্যানের সামনে এখন বড় চ্যালেঞ্জ — নিজের ফর্ম ফিরে পেয়ে দলের জন্য আবারও অবদান রাখা। সময়ের পরীক্ষায় কি পারবেন মুশফিক নিজেকে নতুন করে প্রমাণ করতে? উত্তর পেতে অপেক্ষা করতে হবে সামনের ম্যাচগুলো পর্যন্ত।
মিরাজ/এসএফ