ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

আজ রাতে স্প্যানিশ কোপা দেল রে’র ফাইনাল

বার্সা-রিয়ালের শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধারের লড়াই

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০০:৫১, ২৬ এপ্রিল ২০২৫

বার্সা-রিয়ালের শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধারের লড়াই

অনুশীলনে ঘাম ঝরিয়েছেন রিয়াল মাদ্রিদের দুই তারকাÑ অ্যান্টোনিও রুডিগার ও জুড বেলিংহাম (ডানে)

স্প্যানিশ কোপা দেল রে’র ফাইনাল আজ। বাংলাদেশ সময় রাত ২টায় শিরোপার লড়াইয়ে মাঠে নামবে স্পেনের দুই জায়ান্ট-রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। সেভিয়ার মাঠ লা কার্তুহায় এটা হবে চলতি মৌসুমের তৃতীয় এল ক্ল্যাসিকো। এর আগে দুটিতেই রিয়াল মাদ্রিদকে লজ্জাজনকভাবে হারিয়েছে বার্সেলোনা। গত অক্টোবরে লা লিগায় হ্যান্সি ফ্লিকের দল ৪-০ গোলে বর্তমান চ্যাম্পিয়নদের বিধ্বস্ত করার পর জানুয়ারিতে ফাইনালে ৫-২ ব্যবধানে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের ট্রফি উঁচিয়ে ধরেছিল। কাতালানদের সামনে এখন হ্যাটট্রিক জয়ের হাতছানি। অন্যদিকে, রিয়াল মাদ্রিদের চোখ প্রতিশোধ নিয়ে শিরোপা জয়ে।
চলতি মৌসুমের শুরু থেকেই দুর্দান্ত খেলছে বার্সেলোনা। জাভির উত্তরসূরি হিসেবে হ্যান্সি ফ্লিক দায়িত্ব নেওয়ার পর থেকেই উড়ছে কাতালান ক্লাবটি। ইতোমধ্যেই স্প্যানিশ সুপার কাপের শিরোপা জয়ের স্বাদ পেয়েছে বার্সেলোনা। স্প্যানিশ লা লিগার ট্রফি পুনরুদ্ধারেও এগিয়ে রয়েছে ইয়ামাল-লেভানডোস্কিরা। সেই সঙ্গে জায়গা করে নিয়েছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালেও। ফলে আজ কোপা দেল রে’র ফাইনালে চ্যাম্পিয়ন হলে চার শিরোপা জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে যাবে কাতালান ক্লাবটি। 
অন্যদিকে, রিয়াল মাদ্রিদের শোকেসেও একটি শিরোপা রয়েছে। আগস্টে উয়েফা সুপার কাপ জিতেছিল লস ব্ল্যাঙ্কোসরা। তবে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হেরে যায় রিয়াল মাদ্রিদ। এরপর নিজেদের গর্বের জায়গা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকেও ছিটকে যায় কার্লো আনচেলত্তির দল। তাছাড়া স্প্যানিশ লা লিগার ট্রফিও হারানোর দ্বারপ্রান্তে ভিনিসিয়াস-এমবাপেরা। কেননা বার্সার চেয়ে ৪ পয়েন্ট কম নিয়ে এই মুহূর্তে যে টেবিলের দুইয়ে অবস্থান লস ব্ল্যাঙ্কোসদের। যে কারণেই আজ কোপা দেল রে’র ফাইনালের তাৎপর্যও রিয়াল মাদ্রিদের কাছে অন্যরকম। 
তবে এই টুর্নামেন্টে রয়েছে বার্সেলোনার আধিপত্য। সর্বোচ্চ ৩১বারের চ্যাম্পিয়ন কাতালান ক্লাবটি এবার খেলবে রেকর্ড ৪৩তম ফাইনাল। যেখানে রিয়াল মাদ্রিদ এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ২০বার। ২০২২-২৩ মৌসুমে সর্বশেষ এই টুর্নামেন্টের শিরোপা উঁচিয়ে ধরেছিল রিয়াল। বার্সা চ্যাম্পিয়ন হয়েছিল আরও আগে, ২০২০-২১ মৌসুমে। এবার কারা হাসবে? দেল রে’র এই এল ক্ল্যাসিকো দেখার জন্য তাই উন্মুখ গোটা দুনিয়ার ভক্ত-সমর্থকরা।

×