
ঘরোয়া ফুটবলের সবচেয়ে বড় আসর বাংলাদেশ
ঘরোয়া ফুটবলের সবচেয়ে বড় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগে আজ শনিবার রয়েছে একটি বড় ও হাইভোল্টেজ ম্যাচ। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে দুপুর সাড়ে ৩টায় বহুল আলোচিত ‘ঢাকা ডার্বি’ খ্যাত যে ম্যাচে মুখোমুখি হবে দেশের দুই ঐতিহ্যবাহী ও চিরপ্রতিদ্বন্দ্বী ঢাকা আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। এছাড়া একই সময়ে দুই ভেন্যুতে অনুষ্ঠিত হবে আরও দুটি ম্যাচ।
মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি আতিথ্য দেবে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসকে। আর ময়মনসিংহের রফিক উদ্দিন ভুইয়া স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনী লিমিটেডের মুখোমুখি হবে ব্রাদার্স ইউনিয়ন।
এই মৌসুমে ‘দ্য স্কাই ব্লু ব্রিগেড’ খ্যাত আবাহনী এবং ‘ব্ল্যাক অ্যান্ড হোয়াইট’ খ্যাত মোহামেডানের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বারের মতো দ্বৈরথ হতে যাচ্ছে। আগের দুই ম্যাচে উভয় দলই জিতেছে একটি করে ম্যাচ। লিগের প্রথম লেগে (গত বছরের ১৪ ডিসেম্বর) এই কুমিল্লাতেই সুলেমান দিয়াবাতের গোলে আবাহনীকে ১-০ গোলে হারিয়েছিল মোহামেডান। তাই আজকের এই ম্যাচটি আকাশী-নীলদের জন্য প্রতিশোধের ম্যাচও বটে।
বসুন্ধরা কিংস ২০১৮-১৯ মৌসুম থেকে বিপিএলে আত্মপ্রকাশের পর থেকে আজ পর্যন্ত শিরোপার স্বাদ পায়নি বিপিএলে সর্বাধিক ৬ বার ও সার্বিকভাবে ১৭ বারের লিগ চ্যাম্পিয়ন আবাহনী। আর মোহামেডানের অবস্থা তো আরও সঙ্গীন। সার্বিকভাবে সর্বোচ্চ ১৯ বারের লিগ শিরোপাধারী হলেও কখনোই ‘পেশাদার লিগ’ খ্যাত বিপিএলে চ্যাম্পিয়ন হতে পারেনি তারা। রানার্সআপ হয়েছে ৪ বার। তবে এবার কিংসের অবস্থা খুব একটা সুবিধের নয়।
১১ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিনে আছে তারা। এবার লিগ চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আলফাজ আহমেদের মোহামেডান, ১১ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে যারা আছে পয়েন্ট টেবিলের শীর্ষে। সমান ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে তাদের ঠিক পরেই দুইয়ে আছে আবাহনী।
লিগের প্রথম পর্বের আবাহনী অর্থের অভাবে কেবল দেশীয় ফুটবলার নিয়ে খেলেছিল। কিন্তু তারপরও কোচ মারুফুল হকের অধীনে দুর্দান্ত খেলে শিরোপার লড়াইয়ে বেশ ভালোমতোই নিজেদের ধরে রেখেছে। এমনকি লিগে এই প্রথমবারের মতো কিংসকে হারানোর কৃতিত্ব দেখিয়েছে। তার ওপর মধ্যবর্তী দল বদলে দুই বিদেশী অন্তর্ভুক্ত করে শক্তিও বেশ খানিকটা বৃদ্ধি করতে সক্ষম হয়েছে। এর সুফলও পেতে শুরু করেছে তারা। ফেডারেশন কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলছে আবাহনী। মোহামেডান যেখানে এই টুর্নামেন্টের গ্রুপ পর্বই পেরুতে পারেনি।
ফেডারেশন কাপেও এই দুই দল একই গ্রুপে পড়াতে মুখোমুখি হয়েছিল। সেটিই ছিল মৌসুমের প্রথম দেখা। সেই লড়াইয়ে আবাহনীর সঙ্গে পেরে ওঠেনি মোহামেডান। হেরেছিল ১-০ গোলের ব্যবধানে। লিগের আজকের ম্যাচটি যে শুধুই দুই দলের মর্যাদার লড়াই তা কিন্তু নয়। পয়েন্ট টেবিলেও এই ম্যাচ গুরুত্বপূর্ণ। আজ আবাহনী মোহামেডানকে হারাতে পারলে ২৯ পয়েন্ট নিয়ে মোহামেডানের সঙ্গে পয়েন্টের ব্যবধান বেশ কমিয়ে আনতে পারবে।