
ছয় ইনিংসে চার ফিফটি- উড়ছেন কোহলি
একদমই ছন্দে নেই কোহলি— এমন সমালোচনা সঙ্গী করে ২০২৪ টি২০ বিশ্বকাপ খেলতে মার্কিন মুলুকে পা-রেখেছিলেন ভারতীয় তারকা। ফাইনালে দক্ষিন আফ্রিকাকে হারিয়ে ১৬ বছর পর শিরোপা পুনরুদ্ধারের পর ছোট্ট ফরম্যাটের ক্রিকেটকে বিদায় জানান কোহলি। হন ম্যাচসেরা। কিন্তু এই ৩৭ ছোঁয়া বয়সেও যে তিনি অপ্রতিদ্বন্দী, সেটিই দেখছে আইপিএল।
আইপিএলে এবার ৯ ম্যাচে ৫ ফিফটিতে করেছেন ৩৯২ রান। গড় ৬৫.৩৩। সর্বশেষ বেঙ্গালুরুতে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৮ চার ও ২ ছক্কায় ৭০ রানের পথে বাবর আজমকে হঠিয়ে গড়েছেন বিশ্ব রেকর্ড। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু হয়ে ঝলমলে নৈপূন্যের পথে এদিন স্বীকৃত টি২০ ক্রিকেটে আগে ব্যাটিং করে সবচেয়ে বেশি পঞ্চাশ ছোঁয়া ইনিংসের রেকর্ড নিজের করে নিয়েছেন সুপার কোহলি।
টি২০তে আগে ব্যাটিং করে, অর্থাৎ প্রথম ইনিংসে এটি তার ৬২তম ফিফটি। ৬১ ফিফটিতে দুইয়ে পাকিস্তান তারকা বাবর আজম। তালিকায় এই দুজনের পরে আছেন ক্রিস গেইল (৫৭), ডেভিড ওয়ার্নার (৫৫), জস বাটলার (৫২), ফাফ ডুপ্লেসস (৫২)। আগে-পরে ব্যাটিং মিলিয়ে বিশ ওভারের ক্রিকেটে কোহলির পঞ্চাশ ছোঁয়া ইনিংস এখন ১১১টি। এখানে তিনি ছাড়িয়ে গেছেন গেইলকে (১১০)। তার ওপরে আছেন কেবল ওয়ার্নার (১১৭)।
এই ১১১টি পঞ্চাশ ছোঁয়া ইনিংসের মধ্যে কোহলির সেঞ্চুরি ৯টি ও ফিফটি ১০২টি। ১০৯টি ফিফটি নিয়ে তার ওপরে শুধু অস্ট্রেলিয়ান ওপেনার ওয়ার্নার।
কোহলির সমান ৫ ফিফটিতে চলতি আইপিএলে সর্বোচ্চ ৪১৭ রান গুজরাট টাইটান্স ব্যাটার সাঁই সুদর্শনের। দুইয়ে কোহলি। ৪ ফিফটিতে ৩৭৭ রান নিয়ে তিনে লক্ষ্মৌ সুপারজায়ান্টের ওয়েস্ট ইন্ডিয়ান রিক্রুটার নিকোলাস পুরান।
৯ ম্যাচে ৬ জয়ে পয়েন্ট টেবিলের তিনে আছে কোহলির বেঙ্গালুরু। সমান জয়ে নেট রান রেটে এগিয়ে থাকায় শীর্ষে গুজরাট টাইটান্স। দুইয়ে দিল্লী ক্যাপিটালস। উল্লেখ কোহলি এবং তার বেঙ্গালুরু খনোই শিরোপার স্বাদ পায়নি!
মিরাজ