ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

গৌতম গম্ভীরকে হত্যার হুমকি

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২০:৫৫, ২৪ এপ্রিল ২০২৫

গৌতম গম্ভীরকে হত্যার হুমকি

ফাইল ছবি

ভারতীয় জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ ও সাবেক সংসদ সদস্য গৌতম গম্ভীর এবার পেয়েছেন প্রাণনাশের হুমকি। ‘আইএসআইএস কাশ্মীর’ নামের একটি সংগঠনের পক্ষ থেকে তাকে হত্যার হুমকি দিয়ে একটি ইমেইল পাঠানো হয়েছে।

গম্ভীর এ বিষয়ে দিল্লির রাজিন্দরনগর থানায় অভিযোগ করেছেন এবং ডিসিপি সেন্ট্রাল দিল্লি-কে বিষয়টি অবহিত করেছেন। তার পক্ষ থেকে হুমকির এই ইমেইল এফআইআর হিসেবে গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

গম্ভীর নিরাপত্তা বাহিনীকে অনুরোধ জানিয়েছেন, তাঁর এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি পদক্ষেপ নিতে। দিল্লি পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

উল্লেখ্য, ২০২১ সালের নভেম্বরেও গম্ভীর সংসদ সদস্য থাকা অবস্থায় একই ধরনের ইমেইলের মাধ্যমে প্রাণনাশের হুমকি পেয়েছিলেন।

এসএফ 

×