
ট্রফি নিয়ে বিমান বাহিনীর খেলোয়াড়দের উল্লাস
এ নিয়ে পাঁচবার ফাইনাল খেলেছে দলটি। গতবারের রানার্সআপ। আর এবার শেষ পর্যন্ত চ্যাম্পিয়নই হয়ে গেল বাংলাদেশ বিমান বাহিনী। পল্টনের শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে বুধবার ‘তার্কিশ এয়ারলাইন্স বাংলাদেশ মহান স্বাধীনতা কাপ ভলিবল প্রতিযোগিতা’র ফাইনালে তারা ২৫-১৫, ১৮-২৫, ১৯-২৫, ২৫-২৩, ১৫-১০ পয়েন্টে (৩-২ সেটে) বিদ্যুত উন্নয়ন বোর্ডকে (বিউবো) হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
আর এর মাধ্যমে দীর্ঘ ৪১ বছর পর বিমান আবারও এই আসরের শিরোপা পুনরুদ্ধার করল। এটা তাদের দ্বিতীয় শিরোপা। ১৯৮৪ সালে তারা বাংলাদেশ রাইফেলসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। পক্ষান্তরে এ নিয়ে পাঁচবার ফাইনালে হারল বিউবো।
সেরা খেলোয়াড় হন রাতুল আহমেদ (বিকেএসপি), সেরা আউট সাইড অ্যাটাকার ইসমাইল হোসেন পাভেল (বিমান), সেরা অপোজিট অ্যাটাকার সোহানুর রহমান (বিউবো), সেরা সেটার নাজমুল আলী ভাষা (বিমান), সেরা মিডেল ব্লকার তীর্থংকর কুমার রায় (বিমান) এবং সেরা লিবারু রিফাত হোসেন রিসালাত (বিউবো)। চ্যাম্পিয়ন, রানার্সআপ ও তৃতীয় স্থান অর্জনকারী দল যথাক্রমে লাভ করে ৪০, ৩০ ও ২০ হাজার টাকা করে।
প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও বিজিত দলকে পুরষ্কত করেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন। বিশেষ অতিথি ছিলেন ইসলাম গুরে (জেনারেল ম্যানেজার, তার্কিশ এয়ারলাইন্স বাংলাদেশ)।