
সেঞ্চুরি করার পথে শট খেলছেন সৌম্য সরকার
ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) ক্রিকেটের সুপার লিগে বুধবার জয় পেয়েছে শিরোপার রেসে থাকা দুই জায়ান্ট আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। মিরপুরে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ১০ রানে হারিয়েছে মোসাদ্দেক হোসেন সৈকতের আবাহনী। ৯৬ রানের ইনিংসে ম্যাচসেরা শাহরিয়ার কমল। বিফলে গেছে গাজী অধিনায়ক এনামুল হক বিজয়ের (১০৮) সেঞ্চুির। আর বিকেএসপিতে গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে ৫ উইকেটে জিতেছে তাওহীদ হৃদয়ের মোহামেডান।
৭১ রান করে ম্যাচসেরা মাহমুদুল্লাহ রিয়াদ। সেখানেই আরেক মাঠে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবকে ১০৩ রানে হারিয়েছে আকবর আলীর লিজেন্ডস অব রূপগঞ্জ। ১১২ বলে ১৭ চার ও ৬ ছক্কায় অপরাজিত ১৫৩ রানের দারুণ এক ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন সৌম্য সরকার।
১৪ ম্যাচে ১২ জয়ে ২৪ পয়েন্ট নিয়ে শিরোপার পথে এগিয়ে আবাহনী। সমান ম্যাচে ১১ জয়ে ২২ পয়েন্ট নিয়ে দুইয়ে মোহামেডান। ১৯ পয়েন্ট নিয়ে তিনে গাজী গ্রুপ। ১৭ পয়েন্ট নিয়ে চারে লিজেন্ডস অব রূপগঞ্জ। বিকেএসপিতে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে অগ্রণী ব্যাংকের বিপক্ষে তিন-তিনবার জীবন পেয়ে ১১২ বলে ১৫৩ রান করেছেন সৌম্য। লিস্ট ‘এ’ ক্রিকেটে এটি তার নবম সেঞ্চুরি। ৯ সেঞ্চুরির চারটিতেই ১৫০ ছুঁয়েছেন এই বাঁহাতি। এর একটি আবার ২০৮ রানের ইনিংস। যেটি এই সংস্করণে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ ইনিংস।
লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি ১৫০ ছোঁয়া ইনিংস খেলার রেকর্ডও এখন সৌম্যের। তিনটি ১৫০ ছোঁয়া ইনিংস নিয়ে দুইয়ে তামিম ইকবাল। বিজয়ের কথাও আলাদা করে বলতে হচ্ছে। আগের ম্যাচে তিন সংস্করণ মিলিয়ে ৫০তম সেঞ্চুরি হাঁকানো এ ব্যাটার পরের ম্যাচেই পেয়ে গেছেন ৫১তম সেঞ্চুরি।
এবারের লিগে এটি তার চতুর্থ সেঞ্চুরি। রান তাড়ায় ১০৮ রান করলেও আবাহনীর দেওয়া ২৫০ রানের লক্ষ্য থেকে ১১ রান দূরে থেমেছে তার দল।