ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

গৃহকর্মীর অভিযোগের পর এবার পরীমণির পাল্টা মামলা

প্রকাশিত: ২১:৪০, ২৩ এপ্রিল ২০২৫

গৃহকর্মীর অভিযোগের পর এবার পরীমণির পাল্টা মামলা

ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণিকে কেন্দ্র করে গৃহকর্মী পিংকি আক্তারের করা মামলার পাল্টা হিসেবে এবার সেই গৃহকর্মীর বিরুদ্ধেই মামলা করেছেন পরীমণি।

বুধবার (২৩ এপ্রিল) ঢাকার সাইবার ট্রাইব্যুনালে বিচারক নুরে আলমের আদালতে এই মামলা দায়ের করেন তিনি। আদালত মামলাটি গ্রহণ করে তদন্তের নির্দেশ দিয়েছেন এবং আগামী ৮ জুলাইয়ের মধ্যে ঢাকার ভাটারা থানার ওসিকে প্রতিবেদন জমা দিতে বলেছেন।


মামলার সূত্রে জানা যায়, চলতি এপ্রিল মাসের শুরুতে সন্তানের খাবার খাওয়ানোকে কেন্দ্র করে গৃহকর্মী পিংকি আক্তারকে মারধরের অভিযোগ উঠেছিল পরীমণির বিরুদ্ধে। এ ঘটনায় পিংকি প্রথমে ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন এবং পরে ২২ এপ্রিল আদালতে মামলা দায়ের করেন। মামলায় পরীমণিকে প্রধান আসামি করা হয়।


পিংকির অভিযোগ অনুযায়ী, তাকে একটি সন্তানের দেখাশোনার জন্য নিয়োগ দেওয়া হলেও তাকে দুই সন্তানের দায়িত্ব পালন করতে হতো, সেইসাথে রান্নাও করতে হতো। ২ এপ্রিল পরীমণি নেশাগ্রস্ত অবস্থায় এসে বাচ্চাকে দুধ খাওয়ানোর বিষয়ে রাগারাগি করেন এবং একপর্যায়ে তাকে মারধর করেন বলেও অভিযোগ করেন পিংকি।


পরীমণির পক্ষে আদালতে উপস্থিত ছিলেন আইনজীবী মহসিন রেজা, মহিমা বাঁধন ও ব্যারিস্টার সাদমান সাকিব। তারা বলেন, পরীমণি আদালতে উপস্থিত থেকে আইনের প্রতি সম্মান জানিয়েছেন এবং নিজেকে আইনি পথে নির্দোষ প্রমাণ করবেন।
 

এসএফ 

×