
ফাইল ছবি
ঢাকা প্রিমিয়ার লিগে আম্পায়ারের সঙ্গে অসদাচরণের কারণে নিষেধাজ্ঞা পাওয়া মোহামেডানের অধিনায়ক তাওহিদ হৃদয়ের শাস্তি আবারও কার্যকর হচ্ছে। আগে এক ম্যাচের নিষেধাজ্ঞা থেকে তাকে রেহাই দেওয়া হলেও, সেটি আবারও বলবৎ করার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।
বিসিবির একটি সূত্র জানায়, হৃদয়ের নিষেধাজ্ঞা কমানোর সিদ্ধান্ত নিয়মবহির্ভূত ছিল এবং সেই কারণে সমালোচনার মুখে পড়ে বিষয়টি পুনর্বিবেচনা করা হয়েছে। এখন বাকি থাকা এক ম্যাচের নিষেধাজ্ঞা তিনি ভোগ করবেন।
কারণ কী ছিল?
গত ১২ এপ্রিল মিরপুরে আবাহনীর বিপক্ষে ম্যাচে আম্পায়ারের সঙ্গে অসদাচরণের অভিযোগে তাওহিদ হৃদয়কে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়। তার বিরুদ্ধে ৪টি ডিমেরিট পয়েন্টও যোগ হয় এবং ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। একই ঘটনায় মোহামেডানের পেসার ইবাদত হোসেনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল।
শাস্তি কমানোর সিদ্ধান্ত ঘিরে অস্থিরতা
হৃদয়ের শাস্তি কমানো নিয়ে বিসিবি ও সিসিডিএমের মধ্যে অস্থিরতা তৈরি হয়েছিল। এ নিয়ে বিসিবি আম্পায়ার্স কমিটির প্রধান ইফতেখার রহমান ও ম্যাচ রেফারি শরফুদ্দৌলার মধ্যে আলোচনার পর কিছুটা সমাধান হয়। শরফুদ্দৌলা পদত্যাগপত্র জমা দিলেও পরে তা প্রত্যাহার করেন।
তবে শাস্তি কমানোর প্রক্রিয়া ভুল ছিল বলে স্বীকার করেছেন ইফতেখার রহমান। তিনি বলেন, নিয়ম অনুযায়ী কেবল সিসিডিএম বা তাদের টেকনিক্যাল কমিটিই এ ধরনের সিদ্ধান্ত নিতে পারে।
এই ঘটনার পর সিসিডিএম টেকনিক্যাল কমিটির আহ্বায়ক এনামুল হক পদত্যাগ করেন। তার স্থলে দায়িত্ব নিচ্ছেন বিসিবি পরিচালক নাজমূল আবেদীন।
এসএফ