ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

সবাই নিবন্ধন পেলে ভোট দিবে কে?

প্রকাশিত: ১৯:০৯, ২৩ এপ্রিল ২০২৫

সবাই নিবন্ধন পেলে ভোট দিবে কে?

ছবি সংগৃহীত

রাজনৈতিক দল গঠন করতে কোনো নিবন্ধনের প্রয়োজন না হলেও জাতীয় নির্বাচনে অংশ নিতে হলে নির্বাচন কমিশনের (ইসি) অনুমোদন তথা নিবন্ধন আবশ্যক। ২০০৮ সালের তত্ত্বাবধায়ক সরকার এই আইনি কাঠামো চালু করে। ফলে নিবন্ধনপ্রাপ্ত না হলে দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করা সম্ভব নয়।

নিবন্ধনের এই বাধ্যবাধকতার কারণে, রাজনৈতিক সক্রিয়তা শুরু করা নতুন বা অপেক্ষাকৃত ছোট দলগুলো এবার নিবন্ধনের জন্য ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে হাজির হয়। শুক্রবার (২০ এপ্রিল) সকাল থেকেই নির্বাচন কমিশনের সামনে ছিল উৎসবমুখর পরিবেশ। বিভিন্ন দলের নেতা-কর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে হাজির হন সেখানে।

তবে অনেক দল নিজের উপস্থিতি প্রমাণে ভিন্ন পন্থাও বেছে নেয়। পথচারীদের ধরে ছবি তুলে সামাজিক মাধ্যমে পোস্ট করেই জানান দিচ্ছে যে তারা কত বড় দল!”

নিবন্ধনের আগে তিন মাসেই অনেক দলের জন্ম, তড়িঘড়ি করে গঠন এবং কর্মী সংগ্রহ—সবকিছুই যেন নির্ধারিত সময়ের মধ্যে কাগজে-কলমে দলকে দাঁড় করানোর এক মরিয়া প্রয়াস। নির্বাচন কমিশনের কাছে আবেদন করা অনেক দলকেই প্রাথমিকভাবে নিবন্ধন দেওয়া হয়নি। তবে পরবর্তীতে উচ্চ আদালতের নির্দেশে কিছু দলকে নিবন্ধনের অনুমতি দিতে বাধ্য হয় ইসি।

আশিক

×