ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

চ্যাম্পিয়ন্স লীগে খেলার পথ প্রশস্ত হলো ম্যানসিটির

প্রকাশিত: ১৮:১২, ২৩ এপ্রিল ২০২৫

চ্যাম্পিয়ন্স লীগে খেলার পথ প্রশস্ত হলো ম্যানসিটির

যোগ করা সময়ে নাটকীয় গোলের পর সিটিজেনদের উল্লাস

রিয়াল মাদ্রিদের কাছে বড় ব্যবধানে হেরে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের নকআউট পর্বের প্লে-অফ থেকেই বিদায় নেয় এবার ম্যানচেস্টার সিটি। ইউরোপ সেরার এই টুর্নামেন্ট থেকে যা গত ১২ বছরের মধ্যে তাদের সবচেয়ে দ্রুততম বিদায়। এছাড়া ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপাও ইতোমধ্যে হাতছাড়া হয়ে গেছে পেপ ইংলিশ জায়ান্টদের।

একের পর এক বাজে পারফরম্যান্সের কারণে আগামী মৌসুমে চ্যাম্পয়ন্স লিগে খেলতে পারবে কীনা তা নিয়েও দেখা দেয় শঙ্কা। তবে মঙ্গলবার ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলার বিপক্ষে ২-১ গোলে নাটকীয়ভাবে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। এই জন্য ফলে এক লাফে দুই ধাপ অগ্রগতি হয়েছে পয়েন্ট টেবিলে।

পঞ্চম থেকে তিন নম্বরে উঠে এসেছে বর্তমান চ্যাম্পিয়নরা। সেইসঙ্গে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে খেলার পথও প্রসস্থ হলো পেপ গার্দিওলার শিষ্যদের। ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষ চারে থাকা দলগুলোই যে কেবলমাত্র সরাসরি খেলার সুযোগ পাবে চ্যাম্পিয়ন্স লীগে খেলার।

চলতি মৌসুমের শুরু থেকেই দুর্দান্ত খেলে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপাটাকে ইতোমধ্যে হাতের মুঠোয় নিয়ে ফেলেছে লিভারপুল। আরেক ম্যাচ জিতলেই পেয়ে যাবেন ট্রফি উদযাপনের স্বাদ। মৌসুমের ৩৩ ম্যাচ থেকে ৭৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে আর্নে স্লটের দল। যেখানে সমান সংখ্যক ম্যাচ থেকে দুই নম্বরে রয়েছে আর্সেনাল। এরপরই ৩৪ ম্যাচ থেকে ৬১ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে সিটিজেনরা। চার ও পাঁচে থাকা যথাক্রমে নটিংহ্যাম ফরেস্ট এবং নিউক্যাসল ইউনাইটেডের পয়েন্ট ৬০ এবং ৫৯। অর্থাৎ তিন থেকে পাঁচে থাকা তিন দলেরই এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স লীগে খেলার সম্ভাবনা রয়েছে।

তাই মঙ্গলবার অ্যাস্টন ভিলার বিপক্ষে জয়টা ম্যানসিটির জন্য বেশ কার্যকর ভূমিকা পালন করেছে। নাটকীয় এই জয়ের নায়ক ম্যাথিয়াস নুনেজ। বার্নারডো সিলভা ৭ মিনিটে গোল করে স্বাগতিক ম্যানসিটিকে এগিয়ে দেওয়ার পর ১৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে অ্যাস্টন ভিলাকে সমতায় ফেরান মার্কাস রাশফোর্ড। এরপর নির্ধারিত সময়ের ৯০ মিনিট কোন গোল না হলে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ার ইঙ্গিত দেয় দুই দল। কিন্তু ম্যাচের যোগ করা সময়ের ৪ মিনিটে ডোকুর অ্যাসিস্ট থেকে গোল করে স্বাগতিক সমর্থকদের উচ্ছ্বাসে ভাসান ম্যাথিয়াস নুনেজ।

আশিক

×