ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

এল ক্ল্যাসিকোর আগে বার্সাকে জিতিয়ে প্রশংসায় ভাসছেন ওলমো

প্রকাশিত: ১৩:২৫, ২৩ এপ্রিল ২০২৫

এল ক্ল্যাসিকোর আগে বার্সাকে জিতিয়ে প্রশংসায় ভাসছেন ওলমো

গোলের পর সতীর্থের সঙ্গে দানি ওলমোর উদযাপন

স্প্যানিশ কোপা দেলরের ফাইনালে আগামী শনিবার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা। তার আগে মঙ্গলবার স্প্যানিশ লা লিগায় মায়োর্কার বিপক্ষে খেলতে নামে কাতালান ক্লাবটি। লিগ শিরোপা পুনরুদ্ধারের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ম্যাচেও জয় পেয়েছে বার্সেলোনা। হ্যান্সি ফ্লিকের দল এদিন দাপুটে পারফরম্যান্স করলেও ফলাফল দেখে তা মনে হয়নি। কেননা, মায়োর্কার বিপক্ষে জয়টা যে এসেছে মাত্র ১-০ গোলে। ম্যাচের জয়সূচক একমাত্র গোলটি করেন দানি ওলমো। 

অথচ নিজেদের অলিম্পিক স্টেডিয়ামে এদিন ম্যাচের প্রথমার্ধেই গুনে গুনে ২৪টি শট নেয় হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। কিন্তু মায়োর্কার গোলরক্ষকের দুর্দান্ত সেভের কারণে জালে বল জড়াতে পারেনি বার্সেলোনার কেউ। অবশেষে ম্যাচের দ্বিতীয়ার্ধের ৪১ সেকেন্ডে মায়োর্কার গোলরক্ষককে পরাস্ত করে জাল খুঁজে পান দানি ওলমো। এরপর আর গোল না হলে ১-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সেলোনা।

মায়োর্কার বিপক্ষে এই জয়ের ফলে লা লিগার শিরোপা পুনরুদ্ধারে আরও এক ধাপ এগিয়ে গেল। টেবিলের দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে যে এই মুহূর্তে ৭ পয়েন্টের লিড নিয়ে ফেলেছে কাতালান ক্লাবটি। যদিও এক ম্যাচ বেশি খেলেছে বার্সা। ৩৩ ম্যাচে তাদের পয়েন্ট ৭৬। অন্যদিকে এক ম্যাচ কম খেলা রিয়ালের পয়েন্ট ৬৯। 

একদিকে যেমন লিগ শিরোপা পুনরুদ্ধারের পথে এগিয়ে যাওয়া অন্যদিকে এল ক্ল্যাসিকোর আগে বার্সেলোনার শেষ ম্যাচ। মায়োর্কার বিপক্ষে জয়টা তাই কাতালানদের জন্য মহামূল্যবান। এমন ম্যাচে দলকে জয় উপহার দিয়ে রীতিমতো প্রশংসায় ভাসছেন দানি ওলমো। ম্যাচের শেষে তাকে গোলে সহায়তা করা এরিক গার্সিয়া বলেন, 'দানি ওলমো আমাদের একজন গুরুত্বপূর্ণ ফুটবলার। সে দলকে সবসময়ই সহায়তা করে। তাই তাকে যখন আমরা দলে না পাই তখন খুব মিস করি।'

এল ক্ল্যাসিকোর আগে এদিন ৭জন খেলোয়াড়কে বদল করে মূল একাদশ সাজিয়েছিলেন বার্সা কোচ হ্যান্সি ফ্লিক। তাতেই বুঝা যায় যে, কাতালানদের পুরো মনোযোগ এখন আগামী শনিবারের কোপা দেলরের ফাইনালে।

মোস্তফা/আবীর

×