ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

আলোকস্বল্পতায় আবাহনী-কিংস ফাইনাল ম্যাচ স্থগিত

রুমেল খান

প্রকাশিত: ০১:০২, ২৩ এপ্রিল ২০২৫

আলোকস্বল্পতায় আবাহনী-কিংস ফাইনাল ম্যাচ স্থগিত

ফেডারেশন কাপের স্থগিত হওয়া ফাইনালে বসুন্ধরা কিংস ও আবাহনীর ফুটবলারদের মধ্যে

এ যেন ‘শেষ হইয়াও হইলো না শেষ!’ মঙ্গলবার ফেডারেশন কাপ ফুটবলের ফাইনাল ছিল যথেষ্ট ঘটনাবহুল। যাতে মুখোমুখি হয় ঢাকা আবাহনী লিমিটেড এবং বসুন্ধরা কিংস। ময়মনসিংহের রফিক উদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে কালবৈশাখী হয়েছে, হলুদ ও লাল কার্ডের ছড়াছড়ি ছিল, শেষ পর্যন্ত আলোকস্বল্পতায় শেষ ১৫ মিনিট আগেই ম্যাচটি স্থগিত করতে বাধ্য হন রেফারি সায়মন হোসেন সানি।

নির্ধারিত  ৯০ মিনিট এবং অতিরিক্ত সময়ের ১৫ মিনিট মিলে মোট ১০৫ মিনিট খেলার পর ম্যাচের স্কোরলাইন ছিল ১-১ (গোল করেন আবাহনীর মো. ইব্রাহিম ৭ মিনিটে ও কিংসের  হুয়ান লেসকানো ১৫ মিনিটে)। এরপর আলোকস্বল্পতার কথা জানান রেফারি। খেলা শুরু না করে স্থগিত করেন। ওই সময়টাতে কিংস দশজনের দলে পরিণত হয়েছিল। এজন্য আবাহনী খেলা স্থগিতের সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়। বিশেষ করে আবাহনীর ম্যানেজার সত্যজিত দাশ রুপু এ নিয়ে বেশ অসন্তোষ প্রকাশ করেন।
অতিরিক্ত সময়ের প্রথমার্ধ শেষ। রেফারি সায়মন হাসান সানি দুই দলের অধিনায়ক ও কর্মকর্তাদের ডাকলেন। স্টেডিয়ামে ফ্লাডলাইট নেই। ফলে পরের ১৫ মিনিট খেলা ঝুঁকিপূর্ণ। এই বিবেচনায় রেফারি ম্যাচ স্থগিত করেন। বাফুফের লিগ কমিটি ফাইনালের পরবর্তী অংশের (বাকি ১৫ মিনিট) দিন ও সময় পরবর্তীতে নির্ধারণ করবে। ঘরোয়া ফুটবলে আলোকস্বল্পতার জন্য খেলা না হওয়ার ঘটনা বিরল।

মূলত আকস্মিক ঝড়ের জন্য খেলার মাঝে এক ঘণ্টার বিরতি ছিল। এজন্য ম্যাচটি আলোকস্বল্পতার ‘চক্করে’ পড়ে যায়! যার মাসুল দিয়েছে ফাইনাল উপভোগ আসা দর্শকরা। হতাশ হন তারা। তবে ফেডারেশন কাপের ফাইনালের মতো ম্যাচ ফ্লাইডলাইটবিহীন স্টেডিয়ামে আয়োজন করে বাফুফে অপেশাদারিত্বের পরিচয় দিয়েছে বলেই মনে করেন ফুটবলপ্রেমীরা।
অতিরিক্ত সময়ের প্রথমার্ধ শেষ হওয়ার সময় ১২০ মিনিটে কিংস দশ জনের দলে পরিণত হয়। ফয়সাল আহমেদ ফাহিম আবাহনীর ফুটবলারকে পেছন থেকে অযথা লাথি দিয়ে সরাসরি লাল কার্ড দেখেন। 
ফেডারেশন কাপের ফাইনালেও ছিল ফিলিস্তিন। গ্রুপ ছবি তোলার সময় দখলদার ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনের সঙ্গে সংহতি প্রকাশ করে মধ্যপ্রাচ্যের এই দেশটির পতাকা নিয়ে পোজ দেন আবাহনীর ফুটবলাররা। এই ম্যাচে এসে ক্যারিয়ারকে বিদায় জানিয়েছেন রেফারি মিজানুর রহমান। দ্বিতীয়ার্ধের দুই মিনিট খেলার পর কালবৈশাখী। ম্যাচ বন্ধ থাকে প্রায় এক ঘণ্টা। প্রচ- বৃষ্টির কারণে মাঠে পানি জমে যায়। কাদা-মাটিতে বল আটকে গোলবঞ্চিত হন দুই দলের ফরোয়ার্ডরা। 
এই ম্যাচটি দেখতে গ্যালারিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের স্প্যানিশ কোচ জাভিয়ের ক্যাবরেরা। মঙ্গলবারই ছুটি কাটিয়ে ঢাকায় ফিরেই সরাসরি ময়মনসিংহে খেলা দেখতে চলে যান তিনি।

×